Shehnaaz Gill: শেহনাজ গিলের নতুন ছবি থেকে চোখ সরাতে পারলেন না নেটিজেনরা
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। প্রার্তন 'বিগ বস' প্রতিযোগীকে হলুদ রঙের লেহেঙ্গায় দেখা যাচ্ছে ছবিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঙ্গে আকাশী আর গোলাপির মিশ্রণের ওড়না। উজ্জ্বল রঙের পোশাকে নেট দুনিয়ায় এক কথায় ঝড় তুললেন অভিনেত্রী। অনুরাগীরা লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁর ছবিতে।
সিদ্ধার্থের প্রয়াণের দুঃখ কাটিয়ে কাজের জগতে ফিরে আসার জন্য বহু নেট নাগরিক তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'সত্যিই কী বিরক্তিকর একটা দিন কাটছিল। কিন্তু তোমার ছবি দেখে মন ভালো হয়ে গেল।'
'বোরিং ডে' নামে একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে শেহনাজ গিলের। ভাইরাল সেনসেশন যশরাজ মুখটির সঙ্গে এই ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ইতিমধ্যেই সেই ভিডিওর ভিউ ১.২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।
সাড়ে চার মিলিয়নেরও বেশি মানুষ সেই ভিডিও দেখে ফেলেছেন ইনস্টাগ্রামে। নেটিজেনদের পাশাপাশি শেহনাজকে তাঁর নতুন ভিডিওর জন্য শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই ট্রেন্ডিং হন শেহনাজ।
মাত্র কয়েক মাস আগে কার্যত ঝড় বয়ে গিয়েছেল অভিনেত্রীর জীবনে। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Siddharth Shukla)।
দুই তারকা মুখে কখনও সম্পর্কের কথা স্বীকার না করলেও সিদ্ধার্থের প্রয়াণের পর যেভাবে ভেঙে পড়েন শেহনাজ, তাতে সমস্তটা জলের মতো পরিস্কার হয়ে গিয়েছে অনুরাগী থেকে নেট নাগরিকদের কাছে।
সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর বেশ কিছুদিন বিরতি নিয়ে কাজে ফিরেছেন শেহনাজ। যদিও এরইমাঝে প্রেমিককে উদ্দেশ্য করে মিউজিক ভিডিও তৈরি করেছেন।
সিদ্ধার্থে শ্রদ্ধাঞ্জলীতে শেহনাজের মিউজিক ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনুরাগীরাও।
কিছুদিন আগেই শেহনাজ গিলের নতুন ছবি 'হসলা রাখ' মুক্তি পেয়েছে। এই ছবিতে শেহনাজের সঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজওয়াকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -