Shershaah Update: নতুন সিনেমা মুক্তির অপেক্ষায়, তার আগেই ক্যামেরাবন্দি মোহময়ী কিয়ারা
কিয়ারা আডবাণী
1/10
শ্বেতশুভ্রা। সাদা পোশাকে নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী।
2/10
সাদা ব্যাকলেস পোশাকে অনুরাগীদের নজর কাড়ছেন কিয়ারা। সঙ্গে খোলা চুল ও ন্যুড মেক-আপ তাঁর লুকে অন্য মাত্রা যোগ করেছে।
3/10
কিয়ারার পরবর্তী ছবি 'শেরশাহ' ১২ অগাস্ট মুক্তি পাচ্ছে ডিজিট্যাল প্ল্যাটফর্মে।
4/10
'শেরশাহ' ছবিতে তাঁর বিপরীতে এবং মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা।
5/10
বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন যে সিদ্ধার্থ ও কিয়ারা নাকি ডেট করছেন।
6/10
কিছুদিন আগেই ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। নিজের ইনস্টা হ্যান্ডলে পোস্টও করেছিলেন সেই ভিডিও।
7/10
সেলিব্রেশনে উপস্থিত ছিলেন 'মিশন মজনু' অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।
8/10
'শেরশাহ' ছবির ট্রেলার লঞ্চের দিন অফ হোয়াইট শাড়িতে নজর কেড়েছিলেন নায়িকা। পোস্ট করেছিলেন সেই ছবিও।
9/10
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি পোস্ট করে থাকেন কিয়ারা।
10/10
'শেরশাহ' ছাড়াও কিয়ারাকে এরপর দেখা যাবে 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলইয়া ২'-তে।
Published at : 03 Aug 2021 07:13 PM (IST)