Shershaah Update: নতুন সিনেমা মুক্তির অপেক্ষায়, তার আগেই ক্যামেরাবন্দি মোহময়ী কিয়ারা
শ্বেতশুভ্রা। সাদা পোশাকে নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা ব্যাকলেস পোশাকে অনুরাগীদের নজর কাড়ছেন কিয়ারা। সঙ্গে খোলা চুল ও ন্যুড মেক-আপ তাঁর লুকে অন্য মাত্রা যোগ করেছে।
কিয়ারার পরবর্তী ছবি 'শেরশাহ' ১২ অগাস্ট মুক্তি পাচ্ছে ডিজিট্যাল প্ল্যাটফর্মে।
'শেরশাহ' ছবিতে তাঁর বিপরীতে এবং মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা।
বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন যে সিদ্ধার্থ ও কিয়ারা নাকি ডেট করছেন।
কিছুদিন আগেই ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। নিজের ইনস্টা হ্যান্ডলে পোস্টও করেছিলেন সেই ভিডিও।
সেলিব্রেশনে উপস্থিত ছিলেন 'মিশন মজনু' অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।
'শেরশাহ' ছবির ট্রেলার লঞ্চের দিন অফ হোয়াইট শাড়িতে নজর কেড়েছিলেন নায়িকা। পোস্ট করেছিলেন সেই ছবিও।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি পোস্ট করে থাকেন কিয়ারা।
'শেরশাহ' ছাড়াও কিয়ারাকে এরপর দেখা যাবে 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলইয়া ২'-তে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -