Shilpa Shetty: ডিজাইনার শাড়িতে উত্তাপ বাড়ালেন শিল্পা
কেবলমাত্র ওয়েস্টার্ন পোশাকেই নয়, শাড়িতেও যে একইরকম মোহময়ী হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, তার প্রমাণ বহু বার পাওয়া গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবারও শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন 'ধড়কন' অভিনেত্রী। মেরুন ডিজাইনার পোশাকে সেজে উঠলেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করেছেন শিল্পা শেট্টি। ছবিতে তাঁকে গর্জাস মেরুন শাড়িতে দেখা যাচ্ছে। তিনি যে শাড়িতে সেজেছেন, সেটি ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনাল মনীশ মলহোত্র।
টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'ইন্ডিয়াস বেস্ট ডান্সার'-এ উপস্থিত থাকার সময় এমন মোহময়ী রূপে ধরা দেন শিল্পা। যা ফ্যাশন স্টেটমেন্টও তৈরি করেছে।
ডিজাইনার শাড়ির সঙ্গে মানানসই গয়না ও হালকা মেকআপ। শিল্পা শেট্টির পোশাকের সঙ্গে নজর কাড়ছে মানানসই কানের দুল।
দীর্ঘদিন বাদে 'হাঙ্গামা টু' ছবি দিয়ে বড় পর্দায় কামব্যাক হয়েছিল শিল্পা শেট্টির। তবে, ছোট পর্দার বিভিন্ন রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে নিয়মিত দেখা যায় তাঁকে।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শিল্পা শেট্টিকে দেখা যেতে চলেছে রোম্যান্টিক কমেডি ছবি 'নিকম্মা'তে। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -