'Saraswati' Short Film: সংসারের চাপে হারিয়ে যাওয়া ইচ্ছে পূরণের গল্প বলবে 'সরস্বতী'
মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের ছোট ছবি 'সরস্বতী' (Saraswati)। সরস্বতী পুজোর শুভ দিনটিকে চিহ্নিত করতে এই বাংলা শর্ট ফিল্মটি উপস্থাপন করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কার (National Award) বিজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
সংসারের জাঁতাকলে পড়ে বহু মানুষের বহু প্রতিভারই অকাল মৃত্যু ঘটে। কখনও আবার স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের ইচ্ছেপূরণের বাসনাকে বিসর্জন দেয় একাধিক মহিলা।
সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে নিজের মধ্যে লুকিয়ে থাকা আসল 'আমি'-কে। দেখতে দেখতে সময় নিজের মতো এগিয়ে যায়। শরীর মনে বাঁসা বাঁধে বার্ধক্য। ধামাচাপা পড়ে মনের ইচ্ছে।
কিন্তু এমনটাই কি হয়ে চলবে? এর কি কোনও বদল কখনও ঘটবে না? বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইচ্ছেপূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? জাগিয়ে তোলা যায় না নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত 'আমি'-টাকে?
এ সব প্রশ্নের উত্তর মিলবে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম 'সরস্বতী' ছবিতে।
ছবি সম্পর্কে পরিচালকের বক্তব্য, 'এই ছবি মূলত এক মহিলার তাঁর ভালবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প।'
তিনি আরও বলেন, 'এই ছবির মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হল, প্রত্যেক মানুষ ছোট থেকে কিছু একটা ভালবেসে বড় হয়। তারপর ধীরে ধীরে সেই বিষয় থেকে হয়তো তাঁকে বিচ্ছিন্ন হতে হয়। কিন্তু তারপরও সেই ভালবাসাটাকে নিয়ে মানুষ যদি বেচেঁও থাকতে পারে তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু। সেই ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই বলবে 'সরস্বতী'।'
'আমি এমনিতেই অনেক শর্ট ফিল্মের অফার পাই কিন্তু কোনও না কোনও কারণে তা করা হয়ে ওঠে না। সত্যি বলতে অনিলাভ দা-এর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক এবং ছবিতে আমার চরিত্রটি সত্যিই খুব পছন্দ হয়। তাই আমি রাজি হয়ে যাই। গল্পটি খুব সহজ এবং সূক্ষ্মভাবে বলা হয়েছে। একজন মহিলা হওয়া বা বয়স বেড়ে যাওয়া কোনওটাই সমস্যা নয়, একজন ব্যক্তির জীবনে সে যা করতে চায় তাতে সে যাতে সক্ষম হয়, এই গল্প নিয়েই শর্ট ফিল্মটি তৈরি।' বললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
এই শর্ট ফিল্মটি আপাতত দেখা হচ্ছে 'গ্রেমাইন্ড ফিল্মস'-এর ইউটিউব চ্যানেলে। এছাড়া ছবিটি শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডাটাইমস'-এ দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -