Sidharth Malhotra-Kiara Advani: আগেই ইঙ্গিত দিয়েছিলেন শাহিদ, সামনের বছরই বিয়ে কিয়ারা-সিদ্ধার্থের! কবে, কোথায়...
Bollywood Updates: একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে। এ বার সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা!
ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10
শীঘ্রই কিছু ঘটতে চলেছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শাহিদ কপূর। সেই সময় হেসে উড়িয়ে দিলেও, কিয়ারা আডবানীর বিয়ে নিয় খবর উড়ছে আরব সাগরের তীরেও।
2/10
‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে। তাঁদের সম্পর্কের কথাও অজানা নয় কারও কাছে। শীঘ্রই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে জানা যাচ্ছে।
3/10
‘কফি উইথ করণ’-এ শাহিদ জানিয়েছিলেন, এ বছরের শেষ নাগাদই কিয়ারা-সিদ্ধার্থের সম্পর্ক পরিণতি পেতে পারে বলে জল্পনা উস্কে দিয়েছিলেন শাহিদ। এ বছরের শেষে না হলেও, কয়েক মাস পরই তা ঘটতে চলেছে বলে শোনা যাচ্ছে।
4/10
মায়ানগরী সূত্রে খবর, আগামী বছরের গোড়ার দিকেই চারহাত এক হতে পারে কিয়ারা এবং সিদ্ধার্থের। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, ২০২৩-এর এপ্রিল মাসে সাতপাকে বাঁধা পড়তে পারেন দু’জনে।
5/10
শুধু তাই নয়, অগ্নিসাক্ষী করে বিয়েতে কিয়ারা এবং সিদ্ধার্থের আগ্রহ নেই বলে খবর। বরং আইনি মতেই তাঁরা বিয়ে সারবেন এবং পরে ইন্ডাস্ট্রির সকলের জন্য রিসেপশনের আয়োজন করবে বলে শোনা যাচ্ছে।
6/10
এর আগে, আলিয়া ভট্ট এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে কিয়ারা যে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, তা নিয়ে কোনও লুকোছাপা করেননি সিদ্ধার্থ।
7/10
‘কফি উইথ করণ’-এ সিদ্ধার্থ জানান, কিয়ারা যখন একাকী ছিলেন, সেই সময় পরিচয় হওয়ার জন্য খুশি তিনি। সিদ্ধার্থের থেকে এক কদম এগিয়ে কর্ণ জোহরকে বিয়েতে আমন্ত্রণ জানাতেও দেখা যায় কিয়ারাকে। ‘ডোলা রে ডোলা’ গানে নাচার জন্যও অনুরোধ জানিয়েছিলেন কর্ণকে।
8/10
একসঙ্গে ছবিতে অভিনয় করতে গিয়েই কাছে আসা কিয়ারা এবং সিদ্ধার্থের। তবে শুরুর দিকে সম্পর্কের কথা খোলসা করেননি তাঁরা। যা কিছু শোনা যেত, সবই তৃতীয় ব্যক্তি মারফত।
9/10
তবে গত কয়েক মাসে আগের চেয়ে অনেক বেশি খোলামেলা দেখা গিয়েছে তাঁদের। জীবনে পরস্পরের গুরুত্ব স্বীকার করেছেন তাঁরা। এমনকি একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করছেন বলেও ইঙ্গিত দেন।
10/10
এমনকি সিদ্ধার্থের প্রাক্তন আলিয়াকেও বিয়েতে পাশে পেতে চান বলে জানান কিয়ারা। আলিয়ার সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে কিয়ারার।
Published at : 12 Oct 2022 09:06 AM (IST)