Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা
![Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/8cda81fc7ad906927144235dda5fdf151c00a.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আজ সেই দিন। ভালবাসার সিঁড়ি বেয়ে হাতে হাত রেখে নতুন জীবনে পা রাখার দিন আজ। সাতপাকের অপেক্ষা। জই বিয়ের বাঁধনে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়াআজবাণীর বিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/9b91d59d9da4a24c366ef2f5a19b79e903e0c.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
ফুলে ফুলে সেজে উঠেছে জয়সলমীরে সূর্যগড় প্যালেস। রাজকীয় শোভাযাত্রা করে কিয়ারা আডবাণীকে বিয়ে করতে যাবেন সিদ্ধার্থ মালহোত্র। প্রস্তুতি শেষ।
![Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা Sidharth Kiara Wedding: এলাহি আয়োজন সোনার কেল্লার শহরে, আজই গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/30e62fddc14c05988b44e7c02788e187d5f29.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
দুই তারকার জমকালো বিয়ের অনুষ্ঠানে তাঁদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীর-বন্ধুরা ছাড়াও বলিউড থেকে উপস্থিত থাকছেন জুহি চাওলা, জুহির স্বামী জয় মেহতা,
শোনা যাচ্ছে, বিয়ের পর সিদ্ধার্থ কিয়ারাকে নিয়ে পালি হিলের বাড়িতে গিয়ে উঠবেন। তবে ইতিমধ্যেই সিদ্ধার্থ নাকি ৭০ কোটি টাকাদিয়ে একটি নতুন বাংলো বুক করেছেন। সেই বাংলোর ইন্টিরিয়রের কাজ শেষ না পর্যন্ত কিয়ারাকে নিয়ে পালি হিলেই থাকবেন সিদ্ধার্থ।
অনুষ্ঠানে ফোন বা ক্যামেরার ব্যবহারে বিধি-নিষেধ রয়েছে। তবে এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সূর্যগড় প্যালেসে সিদ্ধার্থ-কিয়ারার গায়ে হলুদের অনুষ্ঠানস্থলের একটি ভিডিও।
নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন দুই তারকা। বিয়ে উপলক্ষে ৪ ফেব্রুয়ারিই রাজস্থানে পৌঁছে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। পৌঁছে গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। প্রথাগত ঐতিহ্য মেনে সূর্যগড় প্যালেসে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।
সিদ্ধার্থ কিয়েরার বিয়ের মেহেন্দির অনুষ্ঠানটি হয় ৫ই ফেব্রুয়ারি। সূর্যগড় প্যালেসের কোর্টইয়ার্ডে সোমবার দুপুরে অতিথি অভ্যাগতদের জন্য বিশেষ ওয়েলকাম লাঞ্চের আয়োজন করা হয়েছিল
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের জন্য সূর্যগড় প্যালেসের ৮৪ টি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে। সূত্রের খবর, প্রতিটি ঘরের এক রাতের ভাড়া এক লক্ষ টাকারও বেশি। অতিথিদের যাতায়াতের জন্য ৭০ টি বিলাসবহুল গাড়িও বুক করা হয়েছে।
সূর্যগড় প্যালেসের নিজস্ব নিরাপত্তা রক্ষী-সহ একশোরও বেশি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকছেন বিয়ের অনুষ্ঠানে। শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন এবং তাঁর টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
সূত্রের খবর, সিদ্ধার্থ কিয়েরার বিয়ের অনুষ্ঠানে ১০ টি দেশের ১০০টিরও বেশি পদের আয়োজন করা হয়েছে। প্রথাগত পঞ্জাবী খাবার থেকে শুরু করে মেক্সিকান, ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান নানা পদ সাজিয়ে দেওয়া হবে অভাগতদের জন্য।
বিয়ের আয়োজন নিয়ে আগাগোড়াই সাসপেন্স বজায় রেখেছেন তারকাজুগল। খুব ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরাই শুধু এই বিয়েতে যোগ দিচ্ছেন।সূত্রের খবর, সিদ্ধার্থের পরিবার থেকে ১৭ জন সদস্য এবং কিয়েরার পরিবারের ১০ জন সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -