In Pics: 'হ্যালোউইন' বেশে সোহা-কুণাল-ইনায়া, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
গোটা বিশ্বে পালিত হচ্ছে 'হ্যালোউইন'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বজুড়ে সকলে এখন ভ্যাম্পায়ার, ভূত, কঙ্কাল ইত্যাদির বেশে এই বিশেষ দিনটি উদযাপন করেন।
বলিউড অভিনেত্রী সোহা আলি খানও 'হ্যালোউইন' উদযাপনে ব্যস্ত। ভূতের সাজে পোস্ট করলেন ছবি।
ইনস্টাগ্রামে 'হ্যালোউইন' কস্টিউমে সেজে কুণাল খেমু ও ইনায়ার সঙ্গে সুন্দর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ভয় পান, খুব ভয় পান। হ্যালোউইন ২০২১।'
সোহা আলি খানকে দেখা গেল সম্পূর্ণ সাদা ভূতের বেশে। অন্যদিকে কুণাল খেমুকে দেখা গেল সাদা পোশাকে। সঙ্গে ছিল সাদা উইগ।
সোহা-কুণালের মেয়ে ইনায়াকে দেখা গেল 'ইউনিকর্ন'-এর সাজে। মিষ্টি ইনায়া পোজ দিয়েছে সেই পোশাকে।
ইনায়ার সঙ্গে দীপাবলি প্রিপারেশনের ছবিও একইসঙ্গে পোস্ট করেছেন সোহা। মা-মেয়েকে একসঙ্গে প্রদীপ রং করতে দেখা গেল।
পরিবার ছাড়াও খুদে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন ইনায়া। সকলেই 'হ্যালোউইন'-এর সাজে ক্যামেরাবন্দি।
সমস্ত ছবি সৌজন্যে সোহা আলি খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -