Soha Ali Khan: ‘সবে মিলে করি কাজ’, ছুটির দিন গৃহকর্মে মাকে সাহায্য সোহা-কন্যার!
পতৌদি পরিবারের সঙ্গে জড়িয়ে নাম। মা-বাবা দু’জনই অভিনেতা তথা তারকা। তা সত্ত্বেও বাকি তারকা-সন্দানদের থেকে অন্য পরিবেশে বড় হচ্ছে ইনায়া নেওমি খেমু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড তারকা সোহা আলি খান এবং কুণাল খেমুর ছোট্ট মেয়ে ইনায়া। বয়স মাত্র চার বছর। তার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সোহা এবং কুণাল।
কিন্তু এ বার একেবারে সংসারের কাজেই ইনায়াকে লাগিয়ে দিলেন সোহা। বাড়িতে নিজের জামা-কাপড় শুধু ভাঁজ করা নয়, পরিপাটি করে সাজিয়ে রাখতে দেখা গেল ইনায়াকে।
শনিবার ইনস্টাগ্রামে ইনায়ার ওই ভিডিও পোস্ট করেছেন সোহা। তাতে দেখা গিয়েছে, প্লেম্যাটের উপর উবু হয়ে বসে রয়েছে ছোট্ট ইনায়া। সামনে পাতা কার্ডবোর্ডের টুকরো।
কার্ডবোর্ডের টুকরো গুলিতে ১, ২ , ৩ লেখা রয়েছে। তার উপর প্রথমে নিজের পরনের জামা রাখে ইনায়া। তার পর ক্রমাঙ্ক অনুযায়ী কার্ডবোর্ড হেলিয়ে জামা ভাঁজ করে নিচ্ছে একেবারে পরিপাটি করে।
শুধু জামা ভাঁজই নয়, থাকে থাকে তা সাজিয়েও রাখতে দেখা গিয়েছে ইনায়াকে। তার বাঁ পাশে থাক থাক জামা দেখা গিয়েছে। একটি একটি করে সেগুলি ইনায়াই ভাঁজ করেছে বলে বোঝা যাচ্ছে।
মেয়ের ভিডিও পোস্ট করে সোহা ইনস্টাগ্রামে লেখেন, ‘শনিবার সকাল মানেই বাড়ির কাজকর্ম। সকলে মিলেই করি।’
ইনায়ার মামাতো দাদা তৈমুর আলি খান জাহাঙ্গির আলি খান যদিও ছোট্ট বয়সেই তারকা। পাপারাৎজিদের ক্যামেরা সারা ক্ষণ তাদের দিকে তাক করাই থাকে।
ইনায়াকেও তাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা যায়। একসঙ্গে পতৌদি প্যালেসে হুল্লোড় থেকে রাখিবন্ধন, ভাইফোঁটায় একসঙ্গে উৎসব পালন করে তারা।
সেই তুলনায় স্বাভাবিক জীবন যাপনেই অভ্যস্ত। খেলাধুলো, ছবি আঁকতে ইনায়া পছন্দ করে বলে জানিয়েছেন সোহা এবং কুণাল। মেয়েকে নিয়ে একটি বইও লেখেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -