Sonu Nigam Birthday: স্ট্রাগল-সাফল্য-বিতর্ক, সোনু নিগমের জন্মদিনে জেনে নিন গায়কের জীবনের অজানা কিছু কথা
Sonu Nigam: বলিউডের রোম্যান্টিক গায়কদের মধ্যে আজও শুরুতেই আসে সোনু নিগমের নাম। শাহরুখ খানের লিপে গান গেয়েছেন তিনি। কাজ করেছেন সুরসম্রাট এ আর রহমানের সঙ্গেও।
সোনু নিগম
1/10
সোনু নিগম মানেই মিউজিক্যাল ম্যাজিক। রোম্যান্টিক সিঙ্গার হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। বলিউডের তাবড় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। সুপারস্টারদের কণ্ঠে ব্যবহৃত হয়েছে তাঁরই গাওয়া গান। স্ট্রাগল-সাফল্য-বিতর্ক সবই এসেছে সোনুর জীবনে।
2/10
আজ ৩০ জুলাই গায়কের জন্মদিন। ৪৯- এ পা দিলেন সোনু নিগম। তারকা গায়কের জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের অজানা কিছু কথা।
3/10
গায়ক হওয়ার পাশাপাশি অভিনয়ের জগতেও পা রেখেছিলেন সোনু। শুধু মিউজিক অ্যালবাম নয়, বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'জানি দুশমন', 'লাভ ফ্রম নেপাল', এইসব ছবিতে দেখা গিয়েছে সোনু নিগমকে।
4/10
গাড়ির ব্যাপারে দারুণ শৌখিন সোনু নিগম। শোনা যায়, গায়কের সংগ্রহে রয়েছে DC Avanti, Audi A4, Range Rover Vogue এবং BMW Z4- এইসব বিলাসবহুল গাড়িগুলি।
5/10
মাত্র ৩ বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরম্যান্স দিয়েছিলেন সোনু। তারপর কামব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো সা রে গা মা পা- র মঞ্চে। মাত্র ১৮ বছর বয়সে বলিউডে সিঙ্গার হিসেবে ডেবিউ করেছিলেন সোনু নিগম।
6/10
হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু। মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, বাংলা, পাঞ্জাবি, ওড়িয়া, নেপালি ও আরও অনেক ভাষাতেই গান গেয়েছেন তিনি।
7/10
অভিনয়ের দুনিয়াতেও খুব অল্প বয়সেই শিশু শিল্পী হিসেবে ডেবিউ হয় সোনু নিগমের। ১৯৮৩ সালে 'বেতাব' ছবিতে শিশু অভিনেতা হিসেবে অভিষেক হয় তাঁর।
8/10
শুধু গাড়ি নয় বাড়ির ব্যাপারেও সোনু নিগমের শখ-শৌখিনতা দেখার মতো। মুম্বই এবং দুবাইতে দু'টি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। নিজে হাতে সাজিয়েও রাখেন বাড়ি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেইসব বিলাসবহুল বাড়ির অন্দরমহলের সাজসজ্জা।
9/10
সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু নিয়েছে সোনু নিগমের। কখনও টি-সিরিজের বর্তমান মালিক ভূষণ কুমারকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। কখনও বা রাধে মা- কে নিয়ে তাঁর মন্তব্যের জন্য বিরাগভাজন হয়েছেন সোনু। তালিকায় রয়েছে আরও অনেক বিতর্কিত বিষয়।
10/10
১৯৯৭ সালে 'বর্ডার' ছবির 'সন্দেসে আতে হ্যায়' গানই সোনু নিগমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আজও তাঁর সুরের জাদুতে মুগ্ধ হন দর্শকমহল।
Published at : 30 Jul 2022 04:56 PM (IST)