Sonu Sood Birthday: রুপোলি পর্দার ভিলেন থেকে বাস্তবের নেপথ্য নায়ক, জন্মদিনে একনজরে সোনু সুদ
করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন তিনি। জুটেছিল বাস্তব জীবনের হিরোর তকমাও, তিনি বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা অতিমারীর সময়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর সমস্ত উদ্যোগ নিয়েছিলেন সোনু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই শুরু, তারপর থেকে যেন সাধারণের মসিহা হয়ে উঠেছিলেন তিনি। শুক্রবার ৪৮-এ পা রাখলেন সোনু। অতিমারীর সময় থেকেই অক্লান্ত করোনা কোপে জীবন দুর্বিসহ হয়ে ওঠা মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি, এখনও করে চলেছেন।
প্রথম সারির যোদ্ধা বললেও ভুল বলা হবে না। খুব সহজেই মানুষের ভালবাসার পাত্র হয়ে ওঠেন তিনি।
কারণটা অনুধাবন করাই যায়, সমস্ত সুবিধা পেয়ে বেঁচে থাকা মানুষেরা সহজে গরীবের পাশে দাঁড়ায় না। সেই ছবি খানিকটা হলেও বদলেছেন সোনু।
সবাই যখন পিঠ দেখিয়েছিল, ঠিক সেই সময় থেকেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন অভিনেতা। প্রায় ৪৫,০০০ পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন, সফলও হয়েছিলেন
জুহু, মুম্বই- এ নিজের হোটেল কোভিড স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করেছিলেন। চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী-প্রত্যেকে সাহায্য পেয়েছেন।
মহারাষ্ট্র পুলিশের কাজকে উৎসাহিত করতে প্রায় ২৫,০০০ ফেসশিল্ড দিয়েছিলেন অভিনেতা।
ইডলি বিক্রেতাদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে নিজে রাস্তায় নেমেছিলেন, বাসের ব্যবস্থা করেছিলেন। সম্প্রতি, শুরু করেছেন নিজের হেল্পলাইনও।
পরিযায়ী শ্রমিক যাতে অন্নসংস্থানের জন্য জীবিকা খুঁজে নিতে পারেন তার চেষ্টা করছেন অবিরত। দ্বিতীয় ঢেউয়ের সময়ে ফের তিনি সাধারণের 'গার্ডিয়ান অ্যাঞ্জেল'। অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, হাসপাতালের বিছানা কি না জোগার করার চেষ্টা করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -