Kolkata Water Logged: ডুবে গিয়েছে বাস-ট্যাক্সি, ভাসছে রাস্তাঘাট; টানা বৃষ্টিতে জল যন্ত্রণার ছবি শহরজুড়ে

পাতিপুকুর আন্ডারপাসের ছবি

1/8
নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি, বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আজ থেকে কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা। তবে রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে।
2/8
গতকাল রাত ১০টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বেলগাছিয়ায় বৃষ্টির পরিমাণ ৪৫ মিলিমিটার, গড়িয়ায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। এখনও জলমগ্ন রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়, পার্ক স্ট্রিট, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ।
3/8
জল জমে থাকায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি লেন দিয়ে যান চলাচল করছে। জলমগ্ন প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড। লেক গার্ডেন্স মোড় থেকে গলফ গ্রিন পর্যন্ত রাস্তায় জল জমেছে।
4/8
কলকাতা পুরসভার আশ্বাস, দ্রুত জল নামানোর চেষ্টা হচ্ছে। জলমগ্ন সায়েন্স সিটি মোড়। পার্ক সার্কাস কানেক্টরের কাছে রাস্তার দু’ দিকেই জল জমে রয়েছে।
5/8
বাগজোলা খালের জল উপছে জলমগ্ন নিউটাউন। একাধিক ব্লকে জল জমে যায়। বিপর্যস্ত যান চলাচল। সল্টলেকের GD ও EE ব্লকে রাস্তায় গাছ উপড়ে পড়ে।
6/8
সেক্টর ফাইভে জল জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় গাড়ি। জল জমেছে সল্টলেক বিগবাজার, করুণাময়ী আবাসন, কাঁকুড়গাছি এলাকায়।
7/8
বাগজোলা খালের জল উপছে জলমগ্ন নিউটাউন। একাধিক ব্লকে জল জমে যায়। বিপর্যস্ত যান চলাচল। সল্টলেকের GD ও EE ব্লকে রাস্তায় গাছ উপড়ে পড়ে।
8/8
সেক্টর ফাইভে জল জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় গাড়ি। জল জমেছে সল্টলেক বিগবাজার, করুণাময়ী আবাসন, কাঁকুড়গাছি এলাকায়।
Sponsored Links by Taboola