In Pics: কলকাতার বুকে পুলিশ বাহিনীর জন্য 'সূর্যবংশী' ছবির বিশেষ স্ক্রিনিং
সম্প্রতি পুলিশ বাহিনীকে নিয়ে হয়ে গেল বিশেষ স্ক্রিনিং পুলিশদের নিয়েই তৈরি ছবি, 'সূর্যবংশী'র। শহর কলকাতাতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার নিউটাউনে অবস্থিত মিরাজ প্রেক্ষাগৃহে বিশেষ স্ক্রিনিংয়ে দেখানো হল রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সূর্যবংশী'। উপস্থিত ছিলেন ওই এলাকার প্রায় ২৫০ জন পুলিশকর্মী।
সেদিন স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বিধাননগর পুলিশ, ট্রাফিক ফোর্স, র্যাপিড ফোর্স, মহিলা পুলিশ বাহিনী প্রমুখরা। তাঁদের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছিল ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে বেশ মিল খুঁজে পেয়েছেন তাঁরা।
বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী সুপ্রতীম সরকার ও স্থানীয় বিধায়ক শ্রী সুজিত বসুর উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ স্ক্রিনিং।
এক সিনিয়র পুলিশ কর্তার কথায়, 'আমি সত্যিই ছবিটি বেশ উপভোগ করেছি। আমরা যে ধরণের কাজ করি সেই গল্প নিয়েই তৈরি ছবিটি। ছবিতে মনোরঞ্জনের জন্য ভরপুর অ্যাকশন রয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমাদের প্রবল ব্যস্ততার মধ্যেও কয়েকজন সময় বের করে একসঙ্গে ছবিটা দেখতে পেরেছি, আমি তাতে আনন্দিত।'
প্রেক্ষাগৃহের এক আধিকারিকের কথায়, 'শহরে অন্যতম প্রথম আমরাই যাঁরা পুলিশ বাহিনীর জন্য এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছি, আমরা আনন্দিত।'
সাধারণ মানুষের রক্ষার্থে ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করেন পুলিশেরা। এমনকী এই করোনার সময়েও তার অন্যথা হয়নি।
তাঁদের পেশার প্রতি এই নিষ্ঠা ও শ্রমকে শ্রদ্ধা জানাতেই প্রেক্ষাগৃহের তরফে এই উদ্যোগ নেওয়া হয়।
রোহিত শেট্টি পরিচালিত, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি বেশ সাড়া ফেলেছিল জনমানসে। করোনা কাঁটা পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অন্যতম প্রথম দিকের ছবি।
ফলে দর্শককে হলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ছবির। এই ছবিতে পুরনো গান 'টিপ টিপ বরসা পানি'-কে রিক্রিয়েট করা হয়। ছবির শেষে ক্যামিও চরিত্রে দেখা যায় রণবীর সিংহ ও অজয় দেবগণকেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -