Swastika Shovan Photos: শোভন-স্বস্তিকার আদুরে ছবি, সাক্ষী সোশ্যাল মিডিয়া
শহর জুড়ে প্রেমের মরসুম। কোথাও চিরজীবনের জন্য সঙ্গীর পাশে থাকার অঙ্গীকার, কোথাও ভালোবাসার মানুষকে মনের কথা বলা। তেমনই এখন টলিউডের হাওয়ায় ভাসছে শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তের প্রেম কাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বস্তিকা-শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল অনেকদিনই। সেই গুঞ্জনে কার্যত শীলমোহর পড়ে আরের তারকার বিয়ের দিন। দুর্নিবার সাহার বিয়েতে একসঙ্গে দেখা যায় শোভন-স্বস্তিকাকে। তারপরেই শুরু হয় তাঁদের প্রেম নিয়ে চর্চা।
এরপর অবশ্য সরাসরি স্বীকার না করলেন সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করতে চাননি স্বস্তিকা। শোভনের কাঁধে মাথা রেখে মিষ্টি ছবি আপলোড করেছেন স্বস্তিকা। ক্যাপশানে লিখেছেন, 'হ্যাঁ'
দুর্নিবার-মিনাক্ষীর বিয়েতে উপস্থিত হয়েছিলেন গায়িকা ইমনও। শোভনের সঙ্গে ইমনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল আগেই। বিয়েতে দুজনের একসঙ্গে আসা নিয়েও জলঘোলা হয়েছিল প্রচুর।
যদিও শোভন জানিয়েছিলেন, ইমন তাঁর ভালো বন্ধু। সেই বিয়েতে শোভনের পাশে সারাক্ষণই ছিলেন স্বস্তিকা।
আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি আপলোড করেন শোভন। আদরমাখা ছবিতে স্বস্তিকাকে বাচ্চা বলে উল্লেখ করেন তিনি
সোশ্যাল মিডিয়ায় আদুরে কমেন্ট করার থেকেও বিরত থাকেন না কেউ। নেটিজেনদের কাছেও ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই জুটি।
ছবি সৌজন্যে: শোভন-স্বস্তিকার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -