In Pics: সাদা বডিকনে নজর কাড়লেন তারা সুতারিয়া

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
অভিনেত্রী তারা সুতারিয়া সম্প্রতি তাঁর সাদা বডিকন পোশাকে মন জয় করলেন নেটিজেনদের। তাঁর ফ্যাশন সেন্স এমনিতেই বেশ জনপ্রিয়।
2/10
ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের হ্যান্ডলে বেশ কিছু নজরকাড়া ছবি পোস্ট করলেন অভিনেত্রী। পরনে সাদা এমব্রয়ডারি করা বডিকন, সঙ্গে সাদা ব্লেজার।
3/10
দুর্দান্ত এই পোশাকে বেশ মানিয়েছিল তারাকে। সঙ্গে ছিল সাদা হিল জুতো। সেই সঙ্গে মানানসই ন্যুড মেক-আপ ও কানে হিরের দুল ছিল।
4/10
১৯৯৫ সালের ১৯ নভেম্বর জন্ম নেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তিনি পেশায় কেবল অভিনেত্রীই নন, তিনি সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীও।
5/10
২০১০ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ডিজনি ইন্ডিয়ার অনুষ্ঠান 'বিগ বড়া বুম'-এ।
6/10
২০১২ সালে 'দ্য স্যুইট লাইফ অফ কর্ণ অ্যান্ড কবীর' ও ২০১৩ সালে 'ওয়ে জস্সি' ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যায়।
7/10
২০১৯ সালে বড়পর্দায় পা রাখেন তারা সুতারিয়া। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে অভিনয় করেন তিনি। ওই বছরেই তিনি 'মরজাওয়াঁ' ছবিতেও কাজ করেন।
8/10
২০২০ সালে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তিনি 'মাসাকলি ২.০' গানের রিমেকে অভিনয় করেন। ২০২১ সালে মুক্তি পায় তারা সুতারিয়া ও অহন শেট্টি অভিনীত ছবি 'তড়প'।
9/10
২০২২ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে 'হিরোপন্থি ২', 'এক ভিলেন রিটার্নস'। শ্য়ুটিং চলছে।
10/10
বলিউড অভিনেতা আদর জৈনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা সুতারিয়া।
Sponsored Links by Taboola