Pavitra Punia-Eijaz Khan: ঝড়-ঝাপটা অতীত, পবিত্রার সঙ্গে থিতু হচ্ছেন এজাজ! জল্পনা বাড়াল হিরের আংটি
মন্দার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই দলে দলে ‘বিগ বস’-এ নাম লেখান বিগত দিনের তারকারা। ঝগড়া, মারামারি থেকে ভাঙচুর, কোনও কিছুই বাদ দেন না টিকে থাকতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু তার মধ্যেও ব্যাতিক্রমী হন কিছু তারকা। রিয়্যালিটি শো-কে জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হিসেবেই ধরেন তাঁরা। টেলি অভিনেতা এজাজ খান তাঁদের মধ্যে অন্যতম।
এককালের হার্টথ্রব এজাজ, পরবর্তী কালে পরিচিত হন বিতর্কের জন্যই। আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়েন। বিচ্ছেদ ঘটে অনিতা হাসনন্দানির সঙ্গে। কাজ পাওয়ায় বন্ধ হয়ে যায়।
তার পরই ‘বিগ বস’-এ অংশ নেন এজাজ। খুব বেশিদিন যদিও থাকেননি। তবে সত্যিই সত্যই ওই রিয়্যালিটি শো বদলে দিয়েছে এজাজের জীবন। নতুন করে জীবন শুরু করেছেন তিনি।
ওই রিয়্যালিটি শোয়েই পবিত্রা পুনিয়ার সঙ্গে আলাপ এজাজের। পবিত্রার ব্যক্তিগত জীবনেও ঝড়-ঝাপটা কম নেই। তাই দু’জনে পরস্পরকে খুঁজে নেন সকলের মধ্যে।
তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যদিও সন্দেহ প্রকাশ করেন অনেকেই। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি প্রেম করছেন তাঁরা। পরস্পরের বাড়ির সায়ও মিলেছে। এমনকি লিভ ইনও করছেন।
এ বার নাকি দু’জনে বাগদানও সেরে ফেললেন! জল্পনা উস্কে দিয়েছেন পবিত্রা নিজেই। নিভৃতে এজাজের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন তিনি। তাতে তাঁর আঙুলের ঝকঝকে হিরের আংটি নজর কেড়েছে সকলের।
পবিত্রা নিজেও বিশ্বাস করতে পারছেন না বোধহয়! তাই ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি আপলোড করে নিজেই লিখেছেন ‘কী!!!’ তবে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেননি তিনি বা এজাজ।
মুম্বইয়ে পবিত্রার ফ্ল্যাটেই উঠে গিয়েছেন এজাজ। দু’জনে লিভ ইন সম্পর্কে রয়েছেন। একসঙ্গে প্রায়শ ছবিও আপলোড করেন তাঁরা।
মুম্বইয়ে এজাজের নিজেরও ফ্ল্যাট রয়েছে। কিন্তু সেটিকে ভাড়ায় দিয়েছেন তিনি। জিনিসপত্র সব গুছিয়ে পবিত্রার ফ্ল্যাটেই উঠে গিয়েছেন। তাঁদের চারহাত এক হওয়ার আশায় দিন গুনছেন অনুরাগীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -