Pavitra Punia-Eijaz Khan: ঝড়-ঝাপটা অতীত, পবিত্রার সঙ্গে থিতু হচ্ছেন এজাজ! জল্পনা বাড়াল হিরের আংটি
Celebrity Couple: জীবনে কম ওঠাপড়া দেখেননি তাঁরা। এ বার কি থিতু হওয়ার পথে!
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
মন্দার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই দলে দলে ‘বিগ বস’-এ নাম লেখান বিগত দিনের তারকারা। ঝগড়া, মারামারি থেকে ভাঙচুর, কোনও কিছুই বাদ দেন না টিকে থাকতে।
2/10
কিন্তু তার মধ্যেও ব্যাতিক্রমী হন কিছু তারকা। রিয়্যালিটি শো-কে জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হিসেবেই ধরেন তাঁরা। টেলি অভিনেতা এজাজ খান তাঁদের মধ্যে অন্যতম।
3/10
এককালের হার্টথ্রব এজাজ, পরবর্তী কালে পরিচিত হন বিতর্কের জন্যই। আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়েন। বিচ্ছেদ ঘটে অনিতা হাসনন্দানির সঙ্গে। কাজ পাওয়ায় বন্ধ হয়ে যায়।
4/10
তার পরই ‘বিগ বস’-এ অংশ নেন এজাজ। খুব বেশিদিন যদিও থাকেননি। তবে সত্যিই সত্যই ওই রিয়্যালিটি শো বদলে দিয়েছে এজাজের জীবন। নতুন করে জীবন শুরু করেছেন তিনি।
5/10
ওই রিয়্যালিটি শোয়েই পবিত্রা পুনিয়ার সঙ্গে আলাপ এজাজের। পবিত্রার ব্যক্তিগত জীবনেও ঝড়-ঝাপটা কম নেই। তাই দু’জনে পরস্পরকে খুঁজে নেন সকলের মধ্যে।
6/10
তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যদিও সন্দেহ প্রকাশ করেন অনেকেই। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি প্রেম করছেন তাঁরা। পরস্পরের বাড়ির সায়ও মিলেছে। এমনকি লিভ ইনও করছেন।
7/10
এ বার নাকি দু’জনে বাগদানও সেরে ফেললেন! জল্পনা উস্কে দিয়েছেন পবিত্রা নিজেই। নিভৃতে এজাজের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন তিনি। তাতে তাঁর আঙুলের ঝকঝকে হিরের আংটি নজর কেড়েছে সকলের।
8/10
পবিত্রা নিজেও বিশ্বাস করতে পারছেন না বোধহয়! তাই ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি আপলোড করে নিজেই লিখেছেন ‘কী!!!’ তবে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেননি তিনি বা এজাজ।
9/10
মুম্বইয়ে পবিত্রার ফ্ল্যাটেই উঠে গিয়েছেন এজাজ। দু’জনে লিভ ইন সম্পর্কে রয়েছেন। একসঙ্গে প্রায়শ ছবিও আপলোড করেন তাঁরা।
10/10
মুম্বইয়ে এজাজের নিজেরও ফ্ল্যাট রয়েছে। কিন্তু সেটিকে ভাড়ায় দিয়েছেন তিনি। জিনিসপত্র সব গুছিয়ে পবিত্রার ফ্ল্যাটেই উঠে গিয়েছেন। তাঁদের চারহাত এক হওয়ার আশায় দিন গুনছেন অনুরাগীরা।
Published at : 05 Oct 2022 11:54 AM (IST)