Celebrities Update: মিস্টার বিন থেকে মুকেশ খন্না, কোন কোন তারকার ভুয়ো মৃত্যু সংবাদে সরগরম হয়েছে নেট দুনিয়া?
সদ্যই ভুয়ো মৃত্যু সংবাদ রয়েছে যে, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 'মিস্টার বিন' খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের। এমন খবর ছড়িয়ে পড়ার পরই যদিও জানা যায় যে 'মিস্টার বিন'-র মৃত্যু সংবাদ একেবারেই সঠিক নয়। তিনি সুস্থ এবং জীবিত রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'সিআইডি' খ্যাত অভিনেতা শিবাজি সতনম-র ভুয়ো মৃত্যু সংবাদ রটেছিল সোশ্যাল মিডিয়ায়। এমন খবরে খুবই দুঃখ পেয়েছিলেন অভিনেতা। নিজেই পরবর্তীকালে তাঁর সুস্থ থাকার সংবাদ জানান।
শোনা গিয়েছিল সুইতজারল্যান্ডে শ্যুটিং করাকালীন নাকি মৃত্যু হয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। যদিও অভিনেতা নিজেই জানান যে, তিনি এই খবর শুনেছেন।
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালালের ভুয়ো মৃত্যু সংবাদ রটে কিছুদিন আগেই। এমন খবরে দুঃখপ্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি সুস্থ রয়েছেন। তার সঙ্গে দুঃখপ্রকাশ করে অবাকও হয়েছিলেন যে, কীভাবে এই সমস্ত ভুয়ো খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।
অমিতাভ বচ্চনের ভুয়ো মৃত্যু সংবাদে তোলপাড় হয়েছিল নেট দুনিয়া। শোনা গিয়েছিল, ২০১২তে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। যদিও বিগ বি-কে এমন ভুয়ো খবরে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
কিছুদিন আগেই নেট দুনিয়া তোলপাড় হয়ে যায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির ভুয়ো মৃত্যু সংবাদে। যদিও অভিনেত্রী নিজেই টুইটার হ্যান্ডলে তাঁর সুস্থ থাকার খবর জানিয়ে অনুরাগীদের আশ্বস্ত করেন।
অভিনেত্রী সানা খানের ভুয়ো মৃত্যু সংবাদও ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে। পরবর্তীতে অভিনেত্রী জানান যে তিনি সুস্থ আছেন।
'শক্তিমান' অভিনেতা মুকেশ খন্নারও এমন ভুয়ো মৃত্যু সংবাদ ছড়ায়।
নিজের ভুয়ো মৃত্যু সংবাদ শুনে চমকে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি। সেই সময়ে তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলি পরিস্থিতি সামাল দেন।
২০১৩ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভুয়ো মৃত্যু সংবাদ নেট মাধ্যমে ছড়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -