Deepika Singh: তওতের দাপটে ভেঙে পড়া গাছের সামনে নাচ, সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ অভিনেত্রী
TV Actress Deepika Singh
1/9
ঘূর্ণিঝড় তওতে মহারাষ্ট্র ও গুজরাত সহ দেশের পশ্চিম উপকূলে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ভেঙে পড়েছে বহু গাছ ও খুঁটি। প্রাণহানি হয়েছে অনেক মানুষের। এছাড়াও আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
2/9
ভয়াবহ এই ঝড়ের সময় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য লোকজনকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এরইমধ্যে দিয়া অউর বাতি হাম খ্যাত টেলিভিশন অভিনেত্রী দীপিকা সিংহ সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন, তার জন্য সমালোচনার মুখে পড়েছেন। তাঁর এই কাজকে কাণ্ডজ্ঞানহীন বলে নিশানা করেছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
3/9
অভিনেত্রীর বাড়ির সামনে গাছ ভেঙে পড়েছিল। সেই ভেঙে যাওয়া গাছের সামনে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
4/9
ভেঙে যাওয়া গাছগুলির কাছে বৃষ্টি মেখে অনেক ছবিও তুলেছেন তিনি। সেই ছবিগুলিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
5/9
অভিনেত্রীর অনেক অনুরাগীই এই হাসিখুশি ছবি ও নাচের ভিডিও-র প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই এ জন্য তাঁর তীব্র সমালোচনা করেছেন। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
6/9
এক ইউজার লিখেছেন, এ ধরনের ভিডিওকে একেবারেই প্রশ্রয় দেবেন না। এটা একেবারেই ভালো না। আর একজনের মন্তব্য, ঝড়ে মানুষ মারা যাচ্ছেন। আর আপনার মতো লোকজন বেশ উপভোগ করছেন। খুবই লজ্জার বিষয়। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
7/9
আর একজন লিখেছেন, ঝড়ের তাণ্ডব সম্পর্কে কিছুটা তো ধারণা থাকা উচিত। এটা একেবারেই বোকা বোকা। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
8/9
স্বামী রোহিত রাজ গোয়েলের তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ঝড়তে তো থামানো যায় না, তাই চেষ্টা ছেড়েছি। (ছবি সৌজন্যে দীপিকা সিংহ গোয়েল-ইনস্টাগ্রাম)
9/9
দীপিকার এই ছবিগুলিরই সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ। (সমস্ত ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Published at : 19 May 2021 09:22 PM (IST)