Actress Gracy Goswami : অল্প বয়সেই খ্যাতি অর্জন, ১৮-তম জন্মদিনে নিজেকে BMW উপহার গ্রেসির
সবে ১৮-য় পা। কিনে ফেললেন বিলাসবহুল গাড়ি। কথা হচ্ছে- Kyun Utthe Dil Chhod Aaye-খ্যাত অভিনেত্রী গ্রেসি গোস্বামীর। গত ৩১ মে ১৮ বছর জন্মদিন ছিল তাঁর। সেই উপলক্ষে নিজেকে নিজেই উপহার দিয়েছেন BMW।(ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি একাধিক ছবি পোস্ট করে এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গ্রেসি। (ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
ছবির ক্যাপশনে লিখেছেন, দ্য বিএমডব্লু...পরিবারে আমাদের সদস্যকে স্বাগত #birthdaygift। (ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
অপর একটি পোস্টে অভিনেত্রীকে ল্যাভেন্ডার পল্ক ডট টপ ও হোয়াইট ট্রাউজারে গাড়ির পাশে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে।(ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
ওই পোশাকে গ্রেসি নজর কেড়েছেন। কেরিয়ারে তাঁকে সাপোর্ট করায় পরিবার, বন্ধুবান্ধব এবং ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।(ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
ছবি শেয়ার করে গ্রেসি লিখেছেন, এত বছর ধরে যে পজিটিভিটি দেখিয়েছেন এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন যা আমাকে কেরিয়ারে এই মাইলস্টোনে ছুঁতে সাহায্য করেছে, তার জন্য পরিবার এবং আপনাদের সকলকে আমার তরফে বড় ধন্যবাদ। আশা করি, আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। ধন্যবাদ এবং আমি অভিভূত।(ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
পিরিয়ড লাভ স্টোরি- 'কিউ উত্থে দিল ছোড় আয়া'-তে অমৃত-এর ভূমিকায় অভিনয় করছেন গ্রেসি। এর আগে সেটে তাঁর জন্য সারপ্রাজ বার্থ ডে পার্টি রাখা হয়েছিল। (ইনস্টাগ্রাম/গ্রেসি গোস্বামী)
ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -