Ronaldo on Euro Cup: ইউরো কাপের আগে পর্তুগালের প্র্যাক্টিসে মধ্যমণি রোনাল্ডোই
দু'সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে ইউরো কাপ। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালের সামনে খেতাবরক্ষার লড়াই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতবার ইউরো কাপে লড়াকু ফুটবল খেলেছিল পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটে মাত্র একটি ম্যাচ জিতেছিলেন রোনাল্ডোরা। তবু ট্রফি জিতেছিলেন।
এবারের ইউরো কাপে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে গ্রুপ এফ-কে। পর্তুগালের সঙ্গে এই গ্রুপে আছে জার্মানি, হাঙ্গেরি ও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
যদিও ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোস। তিনি বলেছেন, 'পর্তুগাল ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসাবেই নামছে।'
৩৬ বছরের রোনাল্ডোর পাশাপাশি পর্তুগালের ভরসা জোয়াও ফিলিক্স, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ়, রুবেন ডায়াস, দিয়োগো জোতা।
পর্তুগালের প্র্যাক্টিসে বেশ চনমনে দেখাচ্ছে রোনাল্ডোকে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো কাপ জেতাই তাঁর কেরিয়ারের সেরা ট্রফি।
জাতীয় দলের জার্সিতে ১৭৩ ম্যাচে ১০৩ গোল রয়েছে রোনাল্ডোর। আর ৬টি গোল করতে পারলেই ইরানের আলি দাইয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড রয়েছে আলির। ইরানের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ১০৯টি গোল রয়েছে তাঁর।
ইউরো কাপ শুরুর আগে আগামীকাল, শুক্রবার স্পেনের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলবে পর্তুগাল। ম্যাচ শুরু রাত ১১টায়।
টুর্নামেন্টের আগে ট্রেনিংয়ে জোর দিচ্ছেন রোনাল্ডো। জিমে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে পরপর চারটি ইউরো কাপে গোল করা নজির রয়েছে রোনাল্ডোর। এবার পঞ্চম ইউরোতেও কি ঝলসে উঠবে তাঁর পা? ছবি: রোনাল্ডোর ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -