Happy Birthday Rahul Banerjee: কীভাবে অভিনয় জীবন শুরু হয় 'চিরদিনই তুমি যে আমার' অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের?
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
1/10
আজ জন্মদিন বাংলা ছবির এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
2/10
বড় পর্দার বড় তারকা হলেও রাহুল বন্দ্যোপাধ্যায় টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন এবং এখনও করে চলেছেন।
3/10
যদিও অভিনয়ে তাঁর হাতেখড়ি হয়েছিল মাত্র তিন বছর বয়সে।
4/10
বিজয়গড় আত্মপ্রকাশ নামে তাঁর বাবার একটি থিয়েটার ট্রুপ ছিল।
5/10
মাত্র তিন বছর বয়সে সেখানেই স্টেজে পারফর্ম করেছিলেন ছোট্ট রাহুল।
6/10
এরপর যদিও পড়াশোনায় মন দেন। আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।
7/10
টেলিভিশনে তাঁর ডেবিউ হয় 'আবার আসব ফিরে' ধারাবাহিক দিয়ে। সেই ধারাবাহিকে তাঁর সঙ্গে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং কণীনিকা বন্দ্যোপাধ্যায়ও।
8/10
২০০৮ সালে তাঁর জীবনে বড় ব্রেক আসে। সেই বছরই মুক্তি পায় পরিচালক রাজ চক্রবর্তীর ছবি 'চিরদিনই তুমি যে আমার'।
9/10
প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে তাঁর জুটি দর্শকদের আজও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
10/10
এরপর একাধিক ছবি এবং ধারাবাহিকে অভিনয় করে চলেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
Published at : 16 Oct 2021 09:31 AM (IST)