Virat Kohli: মেয়ের সঙ্গে খুনসুটিতে বিরাট-অনুষ্কা, ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2021 11:28 PM (IST)
1
দুবাইয়ে জলখাবারের টেবিলে ক্যামেরার দিকে পিছন করে হাজির পুঁচকে ভামিকাও। ক্যাপশনে শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েই ছবিটি পোস্ট করেছেন বিরাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ভামিকার সঙ্গে খুনসুটিতে বিরাট। মেয়েকে নিয়ে মাতলেন খেলায়
3
ছবিতে ভামিকাকে নিয়ে হেসে পোজ দিলেন মা অনুষ্কা। কন্যাও খুশি। মাকে পেয়ে আদর দিতেও ছাড়লেন না।
4
এক নেটিজেনের আদুরে মন্তব্য, 'ভামিকার কিউট ছবি দেখার পর আর কোনওদিকে তাকাতেই পারছি না।'
5
সদ্যজাতকে নিয়ে এটি বিরাট-অনুষ্কার প্রথম ছবি ছিল। যা ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
6
এক অনাবিল আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি। ছবিতে মা অনুষ্কার সঙ্গে ভামিকা ছুটি কাটাতে গিয়ে মুহূর্তবন্দি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -