Manisha Koirala: প্রচারের আলো থেকে দূরে অভিনেত্রী মণীষা কৈরালা, কী করছেন আজকাল?
Manisha Koirala
1/12
১৯৯১ সালে সৌদাগর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী মণীষা কৈরালা। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জিতেছিলেন মণীষা। সিনেমা হিট হয়েছিল, আর সেইসঙ্গে মণীষা ফিল্মি কেরিয়ারের শুরুটাও দুরন্ত হয়েছিল। মণীষা অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু এখন মণীষাকে নিয়ে সিনে মহলে সেভাবে আর আলোচনা হয় না। জেনে নেওয়া যাক, প্রচারের আলো থেকে দূরে মণীষা এখন কী করছেন।
2/12
মণীষা আদতে নেপালি অভিনেত্রী। তিনি তাঁর ২৯ বছরের ফিল্মি কেরিয়ারে সৌদাগর, দিল সে, খামোশি, কচ্চে ধাগে, লজ্জা-র মতো বেশ কিছু অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন।
3/12
একের পর এক হিট সিনেমার হাত ধরে বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে সামিল হয়ে যান মণীষা। কিন্তু ধীরে ধীরে বলিউডে তার প্রভাব কমতে থাকে।
4/12
মণীষার কেরিয়ারে বারেবারেই ওঠা-পড়া দেখা গিয়েছে। সিনেমায় যখন সাফল্য পাচ্ছিলেন, তখন সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু অসফল সিনেমা তাঁকে চাপে ফেলে দেয়। সেই সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর বলিউডে তাঁর হাতে কম কাজ কম হয়ে আসে।
5/12
২০০৩ সাল পর্যন্ত মণীষার দাপট অব্যাহত ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপরই তাঁর কেরিয়ারের গ্রাফ পড়তে থাকে। ২০১২-তে তাঁর ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি পুরোপুরিই বলিউড থেকে দূরে চলে যান।
6/12
দুবছর ধরে মণীষা অসুস্থতার চিকিৎসা হয়। এই সময় তাঁকে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়। ২০১৪-তে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হন তিনি। ক্যানসার-আক্রান্তদের কাছে এক দৃষ্টান্ত মণীষা।
7/12
প্রায় পাঁচ বছর বলিউড থেকে দূরে ছিলেন তিনি। এরপর তিনি ফের বড় পর্দায় ফেরেন মণীষা। ক্যানসার আক্রান্তদের সাহায্য করার পাশাপাশি তিনি সিনেমাতেও কাজ করেন। কিন্তু এখন তিনি প্রচারের আলো থেকে দূরেই রয়েছেন।
8/12
২০১৭-তে বলিউডে প্রত্যাবর্তন ঘটেছিল তাঁর। সম্প্রতি তাঁর সিনেমা ডিয়ার মায়া মুক্তি পেয়েছে। এই সিনেমায় তাঁকে মায়াদেবীর চরিত্রে দেখা গিয়েছে। এরপর তাঁকে বেশ কয়েকটি সিনেমায় সাইড রোলে দেখা গিয়েছে।
9/12
২০১৮-তে মণীষাকে সঞ্জু সিনেমা দেখা গিয়েছিল। ওই সিনেমায় তাঁকে নার্গিসের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। গত কয়েক বছরে তাঁকে লস্ট স্টোরিজ, প্রস্থানম, দো প্যায়াসে কী ধুপ, চার আনে কী বারিশ-এর মতো সিনেমায় তাঁকে দেখা গিয়েছে।
10/12
ক্যানসার সারিয়ে ওঠা নিয়ে মণীষা একটি বইও লিখেছেন। তাঁর ওই বইয়ের নাম হিলড-হাউ ক্যানসার গেভ মি নিউ লাইফ।
11/12
নেপালের রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পর্কিত মণীষা। তাঁর বাবার নাম প্রকাশ কৈরালা ও মায়ের নাম সুষমা কৈরালা। তিনি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নাতনি।
12/12
সোশাল মিডিয়াতে সক্রিয় মণীষা। মাঝেমধ্যেই নিজের ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ লক্ষ।
Published at : 22 Sep 2021 11:12 AM (IST)