Shah Rukh Khan: অভিনয় ছেড়ে দিলে কী করবেন শাহরুখ? জানিয়ে দিলেন ভাবনা

Entertainment: বছরচারেক পর ফের বড়পর্দায় দেখা যাবে শাহরুখ বাদশা খানকে। অধীর অপেক্ষায় ভক্তরা। এর মধ্যেই পাঠান ছবির বেশরম রং গানটি তুমুল উত্তেজনা তৈরি করেছে।

অভিনয় ছেড়ে দিলে কী করবেন শাহরুখ? জানিয়ে দিলেন ভাবনা

1/8
বছরচারেক পর ফের বড়পর্দায় দেখা যাবে শাহরুখ 'বাদশা' খানকে। অধীর অপেক্ষায় ভক্তরা। এর মধ্যেই 'পাঠান" ছবির 'বেশরম রং' গানটি তুমুল উত্তেজনা তৈরি করেছে।
2/8
তার মধ্যে চাঞ্চল্যকর দাবি খোদ শাহরুখের। অভিনয় ছেড়ে দিলে বিকল্প কী করতে পারেন, সে সব ভাবা রয়েছে। জানিয়ে দিলেন তিনি।
3/8
গত কাল ফিফা ওয়ার্ল্ড ২০২২-র ফাইনাল উপলক্ষ্যে কাতার উড়ে যান রোমান্সের 'বেতাজ' বাদশা। সেখানেই এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন বিকল্প পেশার কথা।
4/8
বললেন, 'অভিনয় ছাড়লে পাঠান কেটারিং, বাজিগর বেকারি এবং দিলওয়ালে দুলহানিয়া সুইট শপ চালাব।'
5/8
সবটাই যে মজার ছলে তা অবশ্য় বলার অপেক্ষা রাখে না। বস্তুত, শাহরুখের রসবোধ মোটামুটি সকলেই জানেন।
6/8
আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান।' প্রচারের জন্য কোনও খামতি রাখতে চান না কিং খান।
7/8
শেষ ছবি 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। গত কালের সাক্ষাৎকারে সেই প্রসঙ্গও ছুয়ে যান তিনি।
8/8
কেন ৪ বছর বিরতির পর বড়পর্দায় ফিরলেন, সেটি বলতে গিয়ে কোভিড অতিমারির কথাও বলেন বলিউডের 'বাদশা'। তবে তাঁর বিকল্প পেশার ভাবনা শুনে হাসির ফোয়ারা ভক্তকূলে। (ছবি: Shah Rukh Khan Instagram)
Sponsored Links by Taboola