Celebrities in Film: সামান্য হাসিঠাট্টার কারণে চিড় ধরেছিল জুহি-আমিরের সম্পর্কে, জানেন কি সেই ঘটনা?
৯০-এর দশকে বলিউডের অন্যতম সুপারহিট জুটি ছিলেন জুহি চাওলা ও আমির খান। তাঁদের বেশ কিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। জুহি ও আমিরের জুটি রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও খুবই ভালো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহ শিল্পীদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠতে কখনও কসুর করেন না বলিউড অভিনেতা অজয় দেবগন ও আমির খানের মতো অভিনেতারা। ১৯৯৭-র মুক্তিপ্রাপ্ত ইশক সিনেমার কথা নিশ্চয় সবার মনে আছে। এই সিনেমায় জুহি চাওলা, আমির খান ও অজয় দেবগন ও কাজলকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। একদিন এই সিনেমার শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন জুহির ঘনিষ্ঠরা।
আর সেটে জুহির আতিথেয়তা নিয়ে ওই অতিথিদের সামনেই হাসিঠাট্টায় শুরু করেন অজয় ও আমির। আমির ও অজয়ের এই হাসিঠাট্টা নতুন নয়। এমনটা তাঁরা আগেও করেছিলেন। কিন্তু ওই সময় সেটে হাজির ছিলেন অনেক লোকজন।
image 3
সেই সময় এ ধরনের রসিকতায় রেগে যান জুহি। সেদিন আমিরের ঠাট্টা জুহির এতটাই খারাপ লেগেছিল যে, পরের দিন শ্যুটিংয়ে আসেননি তিনি। শ্যুটিং বাতিল করে দিতে হয়েছিল।
ফলে আমিরের খুব খারাপ লেগেছিল যে, তাঁর মজা করার সাজা পুরো ইউনিটকে দিতে হল।
এরপর সিনেমা নির্মাতারা সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তাঁরা জুহির সঙ্গে কথা বলেন। শ্যুটিং শুরু হয়। এরপর আমির আর কোনওদিন জুহি চাওলার সঙ্গে হাসিঠাট্টা করেননি। উল্লেখ্য, আমির ও জুহি কয়মত সে কয়ামত তক, ইশক, হম হ্যায় রাহি প্যায়ারকে, লাভ লাভ লাভ-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -