তিক্ততা নাকি বন্ধুত্ব, বাবার দ্বিতীয় স্ত্রী করিনার সঙ্গে সারার সম্পর্কের রসায়ন কেমন?
বরাবরাই স্পষ্টভাষী বলিউড অভিনেত্রী সারা আলি খান। সেফ আলি খান এবং অমৃতা সিংহের একমাত্র মেয়ে সারা। ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। পরে করিনা কপূরকে বিয়ে করেন সেফ। বাবার দ্বিতীয় স্ত্রী করিনা। তাঁর সঙ্গে কেমন সারার সম্পর্ক তা নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরিনার সঙ্গে মা-মেয়ের সম্পর্ক নয়, বরং তাঁরা দুজন দুজনের খুব ভাল বন্ধু। সেই সম্পর্কে কোথাও কোনও তিক্ততা নেই। সারা বলেছিলেন, বাবা যখন করিনাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। কারণ কভি খুশি কভি গম ছবিতে করিনার অভিনয় দেখে ওঁর ফ্যান হয়ে গিয়েছিলাম। আমাকে সবাই বলত, করিনার অনুরাগী আমি তাই আমাদের সম্পর্কটা অজান্তেই মজবুত হয়ে উঠছে।
সারা আরও বলেন, করিনার সঙ্গে আমার সম্পর্কে সবচেয়ে বড় দিক হল, আমরা দুজনেই সেফকে খুশি দেখতে চাই। করিনা আমার বাবার স্ত্রী এবং আমার বাবাকে ভাল রাখে। এখানে হিংসার কোনও ব্যাপারই নেই।
সারা জানিয়েছেন, যখন এই বিয়ের বিষয়ে তিনি তাঁর মাকে জানান, তখন অমৃতা সিংহ জানতে চেয়েছিলেন সারা বিয়েতে কী পরবে। উল্লেখ্য, বেশ কয়েকবছর সম্পর্কে থাকার পর ২০১২ সালে বিয়ে হয় সেফ এবং করিনার। সারা এবং তাঁর ভাই ইব্রাহিমের এই বিয়েতে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল।
বর্তমানে দুই পুত্র সন্তানের মা করিনা। সারা এবং ইব্রাহিমের সঙ্গেও সময় কাটান করিনা। মাঝেমধ্যেই করিনার সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে হাজির হন সারা এবং ইব্রাহিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -