Entertainment: 'ভার্টিগো'-র সঙ্গে যুদ্ধ আয়ুষ্মানের
Ayushmann Khurrana: স্ক্রিপ্ট-র ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে তিনি। ঝেড়েবেছে ছবি করেন। একের পর এক অনন্য ভূমিকায় এর মধ্যেই দর্শকদের মুগ্ধ করেছেন আয়ুষ্মান খুরানা।
'ভার্টিগো'-র সঙ্গে যুদ্ধ আয়ুষ্মানের
1/8
'স্ক্রিপ্ট'-র ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে তিনি। ঝেড়েবেছে ছবি করেন। একের পর এক অনন্য ভূমিকায় এর মধ্যেই দর্শকদের মুগ্ধ করেছেন আয়ুষ্মান খুরানা।
2/8
সামনেই মুক্তি পাচ্ছে তাঁর আর একটি ছবি, 'অ্যান অ্যাকশন হিরো'। কিন্তু সে জন্য বিস্তর লড়তে হয়েছে অভিনেতাকে।
3/8
ছবির চরিত্রের থেকেও সম্ভবত এবার স্টান্ট করতে গিয়ে বেশি কাহিল হয়েছেন আয়ুষ্মান। কারণ? ভার্টিগো।
4/8
শুটিংয়ের সময় উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার মতো বেশ কিছু স্টান্ট করতে হয়েছিল তাঁকে। সেখানেই সমস্যা।
5/8
'ভার্টিগো' থাকায় স্টান্টগুলি করতে গিয়ে কাহিল হয়ে পড়েছিলেন অভিনেতা।
6/8
নিজের মুখেই বললেন, 'হাত-পা কেঁপে ওঠার মতো অবস্থা। প্রাথমিক ভাবে ওষুধ অত্যন্ত জরুরি।'
7/8
বছরছয়েক আগে 'ভার্টিগো'-র সমস্যা ধরে পড়েছিল 'ভিকি ডোনার'-খ্যাত আয়ুষ্মানের।
8/8
তবে ওষুধে অনেকটাই ভোগান্তি কাটিয়ে ওঠেন আয়ুষ্মান। তাঁর মতে, 'ভিতর থেকে শান্ত থাকলে হয়তো এই সমস্যা সহজেই মোকাবিলা করা যায়।'
Published at : 21 Nov 2022 07:59 PM (IST)