Entertainment: কেন মুখ ভার রণবীর সিংহের ?

Ranveer Singh:পাওয়ারহাউস বলে রীতিমতো নামডাক রয়েছে তাঁর। টিনসেল টাউনে অভিনয় ছাড়াও অফুরন্ত এনার্জির জন্যও পরিচিত রণবীর সিংহ। শুটিং সেট হোক বা ফিল্মি পার্টি, সর্বত্র প্রাণচঞ্চল তিনি। তাঁর মুখ বেজার?

কেন মুখ ভার রণবীর সিংহের?

1/8
'পাওয়ারহাউস' বলে রীতিমতো নামডাক রয়েছে তাঁর। টিনসেল টাউনে অভিনয় ছাড়াও অফুরন্ত এনার্জির জন্যও পরিচিত রণবীর সিংহ।
2/8
শুটিং সেট হোক বা ফিল্মি পার্টি, সর্বত্রই প্রাণচঞ্চল তিনি। সেই তাঁর মুখ বেজার? হলটা কী?
3/8
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রণবীর। তাতেই দেখা যাচ্ছে, রীতিমতো বিরক্ত হয়ে বসে রয়েছেন বলি তারকা।
4/8
কারণ? কেকের ভাগ দেওয়া নিয়ে সহ-অভিনেত্রী পুজা হেগড়ের সঙ্গে খুনসুটি চলছিল তাঁর।
5/8
অভিনেত্রী কিছুতেই তাঁর কেকে ভাগ বসাতে দেবেন না রণবীরকে। খালি প্লেট আর চামচ হাতে সেই দিকেই তাকিয়ে ছিলেন দীপিকা পাড়ুকোণের স্বামী।
6/8
চকোলেট ফ্লেভার-সহ জিভে জল আনা নানা স্বাদের কেক সাজানো নায়ক-নায়িকার সামনে। এই নিয়েই দু'জনের মধ্যে খুনসুটি চলছে। CIRKUS ছবির শুটিংয়ের সময় থেকে এমনই একটি মজার ভিডিও দিলেন রণবীর।
7/8
সঙ্গে সঙ্গে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে বন্যা।
8/8
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে CIRKUS। তার আগে 'থ্রোব্যাক' ভিডিওয় হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
Sponsored Links by Taboola