Bigg Boss: 'বিগ বস'-এর কোন সিজনে কে জিতেছেন? ছবিতে সম্পূর্ণ তালিকা
'বিগ বস ১৪'- রুবিনা দিলাইক- ছোট পর্দার জনপ্রিয় অভইনেত্রী রুবিনা দিলাইক'বিগ বস সিজন ১৪'র বিজয়ী হন। ট্রফির সঙ্গে ৩৬ লক্ষ টাকার নগদ পুরস্কার বাড়ি নিয়ে যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'বিগ বস ১৩'- সিদ্ধার্থ শুক্ল- প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল 'বিগ বস সিজন ১৩'র বিজয়ী। জনপ্রিয় তিনি আগেই ছিলেন। কিন্তু 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে আসার পর তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে ওঠে। ২০২১-এর ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ।
'বিগ বস ১২'- দীপিকা কক্কর- 'সসুরাল সিমর কা' খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর জেতেন 'বিগ বস সিজন ১২'র খেতাব। ট্রফির সঙ্গে ৩০ লক্ষ টাকার নগদ পুরস্কার পান তিনি।
'বিগ বস ১১'- শিল্পা শিন্ডে- টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'ভাবি জি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে 'বিগ বস সিজন ১১'র বিজয়ী ছিলেন। ট্রফির সঙ্গে ৫০ লক্ষ টাকা পুরস্কারস্বরূপ বাড়ি নিয়ে যান তিনি।
'বিগ বস ১০'- মনবীর গুর্জর- 'বিগ বস সিজন ১০'-এর বিজয়ী মনবীর গুর্জরই ছিলেন জনপ্রিয় এই রিয়েলিটি শো জেতা প্রথম সাধারণ প্রতিযোগী। বিজয়ীর ট্রফি ছাড়াও তিনি পুরস্কারস্বরূপ পান ৫০ লক্ষ টাকা নগদ অর্থ।
'বিগ বস ৯'- প্রিন্স নরুলা- 'বিগ বস সিজন ৯' জিতে ট্রফি এবং ৫০ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কারস্বরূপ পান প্রিন্স নরুলা। শুধু 'বিগ বস'ই নয়, প্রিন্স 'রোডিজ ১২', 'স্পিলট্স ভিলা' এবং ডান্স রিয়েলিটি শোয়েরও বিজয়ী হন।
'বিগ বস ৮'- গৌতম গুলাটি- ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌতম গুলাটি জেতেন 'বিগ বস সিজন ৮'-এর বিজয়ীর খেতাব। পুরস্কার হিসেবে পান ট্রফি এবং ৫০ লক্ষ টাকা নগদ অর্থ। 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে থাকাকালীন তাঁর অনুরাগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
'বিগ বস ৭'- গৌহর খান- 'বিগ বস সিজন ৭'-এর বিজয়ী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গৌহর খান। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিভিন্ন প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় অভিনেত্রীকে। 'বিগ বস সিজন ৭' জয়ের পুরস্কারস্বরূপ পান ট্রফি এবং ৫০ লক্ষ টাকা।
'বিগ বস ৬'- ঊর্বশী ঢোলাকিয়া- জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কে' খ্যাত অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া জেতেন 'বিগ বস সিজন ৬'।
'বিগ বস ৫'- জুহি পারমার- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমার জেতেন 'বিগ বস সিজন ৫'-এর খেতাব। ট্রফির সঙ্গে নগদ অর্থ হিসেবে তিনি জিতেছিলেন ১ কোটি টাকা।
'বিগ বস ৪'- শ্বেতা তিওয়ারি- 'কসৌটি জিন্দেগি কে' খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল 'বিগ বস সিজন ৪'-এ। দর্শকের বিপুল সমর্থনে তিনি সেই সিজন জেতেন। পুরস্কারস্বরূপ বাড়ি নিয়ে যান ট্রফি এবং ১ কোটি টাকা নগদ।
'বিগ বস ৩'- বিন্দু দারা সিংহ- কিংবদন্তি অভিনেতা দারা সিংহের পুত্র বিন্দু দারা সিংহ জিতে ছিলেন 'বিগ বস সিজন ৩'-এর খেতাব। ট্রফি এবং নগদ ১ কোটি টাকা পুরস্কার হিসেবে পেয়েছিলেন।
'বিগ বস ২'- আশুতোষ কৌশিক- 'বিগ বস সিজন ২' জেতেন আশুতোষ কৌশিক। এছাড়াও তিনি 'রোডিজ ৫.০' জিতেছেন। 'বিগ বস সিজন ২' জেতার জন্য তিনি পুরস্কার হিসেবে পান ট্রফি এবং নগদ ১ কোটি টাকা।
'বিগ বস ১'- রাহুল রয়- 'আশিকি' খ্যাত অভিনেতা রাহুল রয় ছিলেন 'বিগ বস'-এর প্রথম বিজয়ী। ট্রফির সঙ্গে ১ কোটি টাকা নগদ পুরস্কার পান তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -