Gal Gadot Pics: তৃতীয় সন্তানের মা হচ্ছেন, ইনস্টাগ্রামে ঘোষণা ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাডোটের
‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাডোট ফের মা হচ্ছেন। তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। হলিউড তারকা নিজেই জানিয়েছেন যে, তিনি অন্তঃসত্ত্বা। ইনস্টাগ্রামে স্বামী ইয়ারোন ভারসানো ও দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করা গ্যাল জানিয়েছেন, খুব শীঘ্রই তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল রাতে ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছরের অভিনেত্রী পরিবারের একটি ছবি শেয়ার করেছেন , যেখানে স্বামী ইয়ারোন, দুই মেয়ে আলমা ও মায়ার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। ছবিতে তাঁর বেবি বাম্পও দেখিয়েছেন গ্যাল। [pic credit: Instagram]
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ২০২১ গোল্ডেন গ্লোবস-এর আসরে নজর কেড়েছিলেন গ্যাল। [pic credit: AFP]
অনুষ্ঠানে বিশেষ এই পোশাকে বেবি বাম্প ঢাকতে পেরেছিলেন গ্যাল। [pic credit: AFP]
ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভরে যায় অভিনেত্রীর কমেন্ট বক্স। গ্যালের বন্ধু ও অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। [pic credit: AFP]
গ্যালকে খুব শীঘ্রই জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’ সিনেমায় দেখা যাবে। [pic credit: Instagram]
- - - - - - - - - Advertisement - - - - - - - - -