Internet Banking Pics: অনলাইন ব্যাঙ্কিংয়ে লেনদেন করেন? অবশ্যই খেয়াল রাখুন
ফাইল ছবি
1/9
নিজের কম্পিউটার বা ফোন থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চলে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। ব্যাঙ্ক জালিয়াতি থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে নিজেকেই। আসল অ্যান্টি ভাইরাস ব্যবহার থেকে নিজের অ্যাকাউন্টে নজর রাখা বাধ্যতামূলক। তথ্য সুরক্ষিত রাখতে এবং জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য রইল আটটি উপায়।
2/9
সবসময় আসল অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। কম্পিউটারে মালওয়্যার সহ যে কোনও ধরনের সমস্যার সমাধানের জন্য বিশ্বাসযোগ্য অ্যান্টি ভাইরাস ব্যবহার করা উচিত। অ্যান্টি ভাইরাস কোনও চরকে শনাক্ত করতে এবং তাই নির্মূল করতে সাহায্য় করে। তাতে কম্পিউটারে সব তথ্য সুরক্ষিত থাকে।
3/9
পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। এই ধরনের ওয়াইফাই ব্যবহার করলে হ্যাকার খুব সহজেই ব্যবহারকারী এবং হটস্পট চিহ্নিত করতে পারে। সব তথ্য পেয়ে যায় কোনও তথ্য ছাড়াই। অসুরক্ষিত কানেকশন হ্যাকারদের একটা সুযোগ। এর মাধ্যমে মালওয়্যারকে আপনার ডিভাইসে সংযোগ করতে পারবে। পাবলিক ওয়াইফাই ব্যবহার করতেই হলে ভিপিএন সফটওয়্যার ব্যবহার করা শুরু করুন। এটা কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে সুরক্ষিত টানেল তৈরি করে।
4/9
স্মার্ট ফোন সর্বশেষ আপডেট জেনে রাখুন। নতুন সিকিউরিটি প্যাচ, আপডেটগুলি ফোনে আছে এই সম্পর্কে সচেতন থাকতে হবে স্মার্টফোন ব্যবহারকারীদের। বিভিন্ন অ্যাপ যেটাতে কোনও সমস্যা থাকতে পারে, তা ইনস্টল করার সময় সুরক্ষা সংক্রান্ত তথ্য যায় ব্যবহারকারীর কাছে।
5/9
মাঝেমধ্যেই স্মার্টফোনের পাসওয়ার্ড বদলে ফেলা উচিত। শুধু তাই নয় স্মার্টফোনের পাসওয়ার্ড হতে হবে স্ট্রং। নিজের ফোন সহ যে কোনও ডিভাইসের পাসওয়ার্ড মাঝেমধ্যেই বদলানো উচিত। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনই ফোন করে বা মেসেজের মাধ্যমে কোনও তথ্য জানতে চাইবে না। নিজের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য খাতায় লিখে রাখলে সে সম্পর্কেও সতর্ক থাকুন।
6/9
ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া যায়। আপনার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুললে তা সঙ্গে সঙ্গে জানা যাবে। অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তাও জানা যাবে এর মাধ্যমে।
7/9
কোনও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করবেন না। যদি সরাসরি কোনও ওয়েবসাইট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চায়, তাহলে সেখানে কোনও জালিয়াতি থাকার সম্ভাবনা আছে। আপনার লগ ইন সংক্রান্ত সব তথ্য পেয়ে যেতে পারে ওয়েবসাইট।
8/9
পাবলিক কম্পিউটার ব্যবহার করে নেট ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করবেন না। তাতে আপনার লগ ইন তথ্য ওই কম্পিউটারে সেভ থাকতে পারে। সেক্ষেত্রে সার্চ হিসট্রি ক্লিয়ার করা উচিত। ব্রাউজারে আইডি, পাসওয়ার্ড মনে রাখার অপশনে ক্লিক করবেন না।
9/9
নিজের অ্যাকাউন্টে রোজ নজর রাখুন। বেশিরভাগ ব্যাঙ্কে শেষ কবে লগ ইন করেছেন বা লগ ইন হিস্ট্রির তথ্য থাকে। তাই কোনও সন্দেহজনক তথ্য পেলে তৎক্ষণাত সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।
Published at : 02 Mar 2021 07:31 PM (IST)