Yami Gautam:৩৪ পূর্ণ ইয়ামি গৌতমের! ফিরে দেখা তাঁর 'বলি-যাত্রা'
Entertainment:মডেল থেকে অভিনেত্রী, কর্মজীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন ইয়ামি গৌতম। আজ জন্মদিন তাঁর। ৩৪ বছর পূর্ণ করলেন আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা ইয়ামি।
জন্মদিনে ইয়ামি গৌতম (ছবি: Yami Gautam Instagram)
1/8
মডেল থেকে অভিনেত্রী, কর্মজীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন ইয়ামি গৌতম। আজ জন্মদিন তাঁর। ৩৪ বছর পূর্ণ করলেন আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা ইয়ামি।
2/8
গত বছরের জুনে বলিউডের পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন তিনি। তাতে অবশ্য কাজের ধারায় ছেদ পড়েনি।
3/8
একের পর এক চরিত্রে দুরন্ত অভিনয় করে গিয়েছেন ইয়ামি। শুরুটা করেছিলেন সুজিত সরকার পরিচালিত 'ভিকি ডোনর' ছবি দিয়ে। উল্টো দিকে আয়ুষ্মান খুরানা।
4/8
ছবিটিতে বুদ্ধিদীপ্ত বাঙালি নারীর চরিত্রে ইয়ামির অভিনয় এখনও মনে রেখেছেন অনেকে। হৃত্বিক রোশনের বিপরীতে 'কাবিল'-এ তাঁর অভিনয় সমানতালে নজর কেড়েছে দর্শকদের।
5/8
'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এ ধুরন্ধর 'র' এজেন্টের চরিত্রেও সমান সাবলীল ছিলেন ইয়ামি।
6/8
তবে 'আ থার্সডে'-তে তাঁর পারফরম্যান্স আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে মনে করেন অনেকেই।
7/8
'বালা'-র মতো ছবি যা কিছুটা অন্য রকম গল্প বলে, সেখানেও দুরন্ত অভিনয় করেছেন তিনি। ওটিটি-তেও দেখা গিয়েছে তাঁর কাজ।
8/8
এভাবেই দর্শকদের আরও অনেক উপহার দিতে থাকুন অভিনেত্রী, আশায় ভক্তরা। জন্মদিনে শুভেচ্ছার পাশাপাশি আর্জি অনুরাগীদের।
Published at : 28 Nov 2022 01:47 PM (IST)