Telly Actors: গ্ল্যামার দুনিয়ায় বিচরণ, তাই বলে পড়াশোনায় ইতি! ভাবতেই পারেন না এই উঠতি তারকারা
কেউ কৈশোর পেরিয়েছেন সবে। কারও বয়স কুড়ির কোঠায়। কিন্তু বয়সকে হার মানিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সকলেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ টিভি সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেছেন। কেউ আবার সোশ্যাল মিডিয়া তারকা। তার দৌলতে অভিনয়ে হাতেখড়ি।
কিন্তু তাই বলে পড়াশোনায় ইতি টানেননি একেবারেই। টেলি জগতের উঠতি অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কত, জেনে নিন।
মা শ্বেতা তিওয়ারিকে চেনেন না, এমন লোক মেলা ভার। চাইলে সরাসরি অভিনয়ে প্রবেশ করতেই পারতেন। কিন্তু পড়াশোনা শেষ করাতেই জোর দেন পালক তিওয়ারি। মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে মনোবিদ্যায় স্নাতক তিনি।
টিভি সিরিয়াল, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই সমান জনপ্রিয়। অশনুর কৌর মুম্বইয়ের অন্যতম শীর্ষ কলেজে পাঠরত।
টিভি সিরিয়ালে অভিনয় করলেও, জনপ্রিয়তা মেলে সোশ্যাল মিডিয়াতেই। এখন দক্ষিণ কোরিয়াতেও পরিচিত তিনি। অনুষ্কা সেন মুম্বইয়ের কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স-এ চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন।
অন্যতম দীর্ঘমেয়াদি সিরিয়ালে অভিনয়। বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে অতিষ্ঠ হয়ে ওঠেন। রাজ অনাদকট স্নাতকস্তরে পাঠরত।
টিভি সিরিয়াল থেকে একেবারে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন অবনীত কৌর। বাণিজ্য শাখায় স্নাতকস্তরে পাঠরত তিনি।
টেলিভিশন থেকেই একেবারে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। হেলি শাহ পড়াশোনাতেও তুখোড়। বিজ্ঞানে স্নাতক তিনি।
ছোট্ট বয়স থেকে টেলিভিশনের পরিচিত মুখ। বাড়তি পাওনা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা। তাবড় অভিজ্ঞ অভিনেতাকেও টেক্কা দেন। স্কুলের পাঠ চুকিয়ে এখন অভিনয়ই ধ্যানজ্ঞান জন্নত জুবেরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -