Telly Actors: গ্ল্যামার দুনিয়ায় বিচরণ, তাই বলে পড়াশোনায় ইতি! ভাবতেই পারেন না এই উঠতি তারকারা

Young Actors: গ্ল্যামারের টানে পড়াশোনায় ইতি টানেননি এঁরা। বরং কাজ সামলে ডিগ্রি অর্জনেও সমান পরিশ্রম করে চলেছেন।

শিক্ষাগত যোগ্যতায় কে এগিয়ে!

1/10
কেউ কৈশোর পেরিয়েছেন সবে। কারও বয়স কুড়ির কোঠায়। কিন্তু বয়সকে হার মানিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সকলেই।
2/10
কেউ টিভি সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেছেন। কেউ আবার সোশ্যাল মিডিয়া তারকা। তার দৌলতে অভিনয়ে হাতেখড়ি।
3/10
কিন্তু তাই বলে পড়াশোনায় ইতি টানেননি একেবারেই। টেলি জগতের উঠতি অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কত, জেনে নিন।
4/10
মা শ্বেতা তিওয়ারিকে চেনেন না, এমন লোক মেলা ভার। চাইলে সরাসরি অভিনয়ে প্রবেশ করতেই পারতেন। কিন্তু পড়াশোনা শেষ করাতেই জোর দেন পালক তিওয়ারি। মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে মনোবিদ্যায় স্নাতক তিনি।
5/10
টিভি সিরিয়াল, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই সমান জনপ্রিয়। অশনুর কৌর মুম্বইয়ের অন্যতম শীর্ষ কলেজে পাঠরত।
6/10
টিভি সিরিয়ালে অভিনয় করলেও, জনপ্রিয়তা মেলে সোশ্যাল মিডিয়াতেই। এখন দক্ষিণ কোরিয়াতেও পরিচিত তিনি। অনুষ্কা সেন মুম্বইয়ের কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স-এ চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন।
7/10
অন্যতম দীর্ঘমেয়াদি সিরিয়ালে অভিনয়। বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে অতিষ্ঠ হয়ে ওঠেন। রাজ অনাদকট স্নাতকস্তরে পাঠরত।
8/10
টিভি সিরিয়াল থেকে একেবারে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন অবনীত কৌর। বাণিজ্য শাখায় স্নাতকস্তরে পাঠরত তিনি।
9/10
টেলিভিশন থেকেই একেবারে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। হেলি শাহ পড়াশোনাতেও তুখোড়। বিজ্ঞানে স্নাতক তিনি।
10/10
ছোট্ট বয়স থেকে টেলিভিশনের পরিচিত মুখ। বাড়তি পাওনা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা। তাবড় অভিজ্ঞ অভিনেতাকেও টেক্কা দেন। স্কুলের পাঠ চুকিয়ে এখন অভিনয়ই ধ্যানজ্ঞান জন্নত জুবেরের।
Sponsored Links by Taboola