Yuvan Chakraborty Pics: হলুদ পাঞ্জাবিতে রাজ-শুভশ্রীর কোলে আদুরে ইউভান, প্রকাশ্যে অন্নপ্রাশনের নতুন ছবি
Continues below advertisement
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Continues below advertisement
1/10
হালিশহরের গ্রামের বাড়িতে রাজকীয় আয়োজন। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে ইউভানের অন্নপ্রাশনের নতুন ছবি এল প্রকাশ্যে।
2/10
গত সোমবার ছোট্ট ইউভানের মুখে ভাত ছিল। দাদুর কোলে বসে পায়েস খেয়ে, সমস্ত নিয়ম মেনে হয় অন্নপ্রাশনের আয়োজন।
3/10
রাজ চক্রবর্তীর মায়ের কোলে ছোট্ট ইউভান।
4/10
বাবার সঙ্গে খুনসুটি। ইউভানের অন্নপ্রাশনের ঠিক আগেরদিন জন্মদিন ছিল রাজের। গ্রামের বাড়িতেই সেই দিনটি উদযাপন করেন তাঁরা।
5/10
অন্নপ্রাশনের রীতি মতো ইউভানের সামনে রাখা হয় টাকা, গীতা, কলম ও শস্য। টাকা বেছে নেয় ইউভান
Continues below advertisement
6/10
ইউভানের অন্নপ্রাশনের দিন নিজের সাজের একটি ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করেন শুভশ্রী। সিঁথি ভরা সিঁদুর, চেহারায় লালিত্য আর শাড়ি-গয়নায় নতুন মা শুভশ্রীর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না
7/10
মায়ের সঙ্গে হাসিখুশি ইউভান। হলুদ পাঞ্জাবিতে ঝলমল করছিল একরত্তিও।
8/10
ইউভানের অন্নপ্রাশন মিটিয়েই সপরিবারে কলকাতা ফিরে আসেন রাজ। তারপর যোগদান করেন তৃণমূলে।
9/10
ইউভানের ছবি দেখে উচ্ছসিত নেটদুনিয়া
10/10
ছবি সৌজন্যে: subhashreegangulyfanclubhowrah ইনস্টাগ্রাম প্রোফাইল
Published at : 26 Feb 2021 12:16 AM (IST)