Yuvan Chakraborty Pics: হলুদ পাঞ্জাবিতে রাজ-শুভশ্রীর কোলে আদুরে ইউভান, প্রকাশ্যে অন্নপ্রাশনের নতুন ছবি
হালিশহরের গ্রামের বাড়িতে রাজকীয় আয়োজন। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে ইউভানের অন্নপ্রাশনের নতুন ছবি এল প্রকাশ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত সোমবার ছোট্ট ইউভানের মুখে ভাত ছিল। দাদুর কোলে বসে পায়েস খেয়ে, সমস্ত নিয়ম মেনে হয় অন্নপ্রাশনের আয়োজন।
রাজ চক্রবর্তীর মায়ের কোলে ছোট্ট ইউভান।
বাবার সঙ্গে খুনসুটি। ইউভানের অন্নপ্রাশনের ঠিক আগেরদিন জন্মদিন ছিল রাজের। গ্রামের বাড়িতেই সেই দিনটি উদযাপন করেন তাঁরা।
অন্নপ্রাশনের রীতি মতো ইউভানের সামনে রাখা হয় টাকা, গীতা, কলম ও শস্য। টাকা বেছে নেয় ইউভান
ইউভানের অন্নপ্রাশনের দিন নিজের সাজের একটি ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করেন শুভশ্রী। সিঁথি ভরা সিঁদুর, চেহারায় লালিত্য আর শাড়ি-গয়নায় নতুন মা শুভশ্রীর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না
মায়ের সঙ্গে হাসিখুশি ইউভান। হলুদ পাঞ্জাবিতে ঝলমল করছিল একরত্তিও।
ইউভানের অন্নপ্রাশন মিটিয়েই সপরিবারে কলকাতা ফিরে আসেন রাজ। তারপর যোগদান করেন তৃণমূলে।
ইউভানের ছবি দেখে উচ্ছসিত নেটদুনিয়া
ছবি সৌজন্যে: subhashreegangulyfanclubhowrah ইনস্টাগ্রাম প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -