Independence Day 2021: তুম দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোগে, হম চির দেঙ্গে, এখনও জনপ্রিয় এই সংলাপ
রবিবার স্বাধীনতা দিবস। এবার যেহেতু স্বাধীনতার ৭৫ বছর, তাই এই স্বাধীনতা দিবসের তাৎপর্য অন্যান্য বছরগুলির তুলনায় বেশি। ১৫ অগাস্ট আগে থেকেই স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়ে গিয়েছে। এই আবহে ফিরে দেখা যাক এমন কয়েকটি ছবি, যেগুলি দেশাত্মবোধক সংলাপের জন্য বিখ্যাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘কোনও ফর্ম পূরণ করার সময় ধর্মের জায়গায় আমরা বোল্ড আর ক্যাপিটালে ইন্ডিয়ান লিখি।’ ‘বেবি’-র এই সংলাপ বিখ্যাত।
‘দূর থেকে কিছু বলা সহজ। অন্যদের গালিগালাজ করাও সহজ। আপনার কোনও সমস্যা থাকলে দেশ বদলে দিন। এটা আপনারও দেশ।’ ‘রং দে বাসন্তী’ ছবির এই সংলাপ এখনও চলচ্চিত্রপ্রেমীদের মনে আছে।
‘আমি দেশকে নিজের মা মনে করি আর মাকে রক্ষা করার জন্য আমার কাউকে দরকার নেই।’ ‘সরফরোশ’ ছবিতে এসিপি রাঠৌরের ভূমিকায় আমির খানের এই সংলাপ বিখ্যাত।
‘আমরা অন্যদের ভূখণ্ডের দিকে নজর দিই না কিন্তু এতটাও অপদার্থ না যে আমাদের দেশমাতৃকার দিকে নজর দিলে চুপচাপ বসে থাকব।’ ‘বর্ডার’ ছবিতে সুনীল শেট্টির বলা এই সংলাপ এখনও চলচ্চিত্রপ্রেমীদের মনে আছে।
‘বর্ডার’-এর আরও একটি সংলাপ বিখ্যাত। সেটি হল, ‘তুমি হয়তো জানো না, এই ভূমি সিংহেরও জন্ম দেয়। সেই সিংহ অন্যদের মাটিতে মিশিয়ে দেয়।’
‘আমি কোনও রাজ্যের নাম দেখতেও পাই না, শুনতেও পাই না। আমি শুধু একটা দেশের নামই শুনতে পাই। সেটা হল ভারত।’ ‘চক দে ইন্ডিয়া’-র এই সংলাপ বিখ্যাত।
‘হমারা হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায় অউর জিন্দাবাদ রহেগা।’ ‘গদর-এক প্রেম কথা’-য় সানি দেওলের বলা এই সংলাপ আজও চলচ্চিত্রপ্রেমীদের মুখে মুখে ফেরে।
‘আপনারা যাতে এখানে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারেন, তার জন্যই আমরা রোজ সীমান্তে প্রাণ দিই।’ ‘হলিডে’ ছবির এই সংলাপটিও বিখ্যাত।
‘সীমান্তে মৃত্যুর চেয়ে বড় নেশা আর কিছু নেই।’ ‘শৌর্য’ ছবির এই সংলাপটিও বিখ্যাত।
‘একজন সত্যিকারের দেশভক্তকে আমরা সেনাবাহিনী থেকে বের করে দিতে পারি কিন্তু তার মন থেকে দেশভক্তি না।’ ‘জয় হো’ ছবির এই সংলাপটিও বিখ্যাত।
‘তুম দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোগে, হম চির দেঙ্গে।’ ‘মা তুঝে সলাম’-এর এই সংলাপ প্রচণ্ড জনপ্রিয় হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -