Isha Koppikar: 'ডন' অভিনেত্রী ইশা কোপিকরকে এখন কেমন দেখতে হয়েছে দেখেছেন?
বলিউড অভিনেত্রী ইশা কোপিকর শুধু হিন্দি ছবিতেই নয়, অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড় ও মরাঠি ছবিতে। মুম্বইয়ের মেয়ে ইশার সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৫ সালে মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন ইশা কোপিকর। মিস ট্যালেন্ট খেতাব জিতে নেন তিনি। এরপর শুরু করেন মডেলিং। আর তারপর পা রাখেন ছবির জগতে।
ইশা কোপিকরের অভিনয় কেরিয়ার একেবারেই শুরু হয়নি বলিউড ছবি দিয়ে। বরং, তাঁর অভিনীত প্রথম ছবি ছিল তেলুগু ভাষার।
২০০০ সালে বলিউডে কেরিয়ার শুরু হয় ইশার। করিশ্মা কপূর ও হৃত্বিক রোশনের জনপ্রিয় ছবি 'ফিজা'তে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। কিন্তু ছোট চরিত্রেও নজর কাড়েন তিনি।
২০০১ সালে 'পেয়ার ইশক অউর মহব্বত' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর। অর্জুন রামপাল, সুনীল শেট্টির সঙ্গে অভিনয় করেন।
বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন ইশা। 'কোম্পানি', 'কাঁটে', 'আমদানি আঠান্নি...', 'ডরনা মানা হ্যায়', 'ডন'-এর মতো ছবিতে অভিনয় করেন।
শুধু অভিনয় কিংবা নাচেই দক্ষ নন অভিনেত্রী। তাঁর অন্য প্রতিভাও রয়েছে। জানা যায়, তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট ইশা।
বলিউডে সফল হওয়ার জন্য জ্যোতিষীর পরামর্শ মতো বেশ কয়েকবার নামের বানান বদলান ইশা। যদিও কোনওদিনই তিনি সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেননি।
২০০৯ সালে বিয়ে করেন ইশা। প্রেমিক টিম্মি নারাংয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন।
র্তমানে হিন্দি ছবিতে একেবারেই দেখা যায় না ইশা কোপিকরকে। তিনি বর্তমানে দক্ষিণী ভাষার বেশ কিছু ছবিতে অভিনয় করছেন বলে জানা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -