Ishaa Saha Birthday: জন্মদিনে এক নজরে দেখা যাক ইশার 'অভিনয় যাত্রা'
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহার আজ জন্মদিন। সোশ্যাল মিডিয়া ভরেছে শুভেচ্ছাবার্তায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে আইন নিয়ে পাশ করেন অভিনেত্রী।
কেরিয়ার শুরু করেন ছোটপর্দায়। স্টার জলসার ধারাবাহিক 'ঝাঁঝ লবঙ্গ ফুল' দিয়ে শুরু।
এরপর ২০১৭ বড়পর্দায় প্রথম কাজ অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালবনায় 'প্রজাপতি বিস্কুট'। প্রথম ছবি হিসেবে তাঁর অভিনয় দক্ষতা বেশ প্রশংসিত হয়েছিল।
২০১৮ সালে আবীর চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তীর সঙ্গে 'গুপ্তধন' ফ্রাঞ্চাইজির প্রথম ছবি 'গুপ্তধনের সন্ধানে'-তে অভিনয় করেন।
এরপর 'সোয়েটার' ছবিতে ফের তাঁর অভিনয় ক্ষমতা প্রশংসা পায়। বক্স অফিসেও ভাল ফল করে এই ছবি।
২০১৯ সালে মুক্তি পায় 'গুপ্তধন' ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবি 'দুর্গেশগড়ের গুপ্তধন'। এই ছবি এবং 'সোয়েটার' ২০১৯ সালের 'টপ রেটেড' বাংলা ছবির অন্যতম।
শুধু বড়পর্দাই নয়, ইশা একাধারে অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজেও। 'জাপানি টয়', 'ডাব চিংড়ি', 'ভালবাসার শহর', 'মাফিয়া', 'বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস', 'ইন্দু', 'গোরা' সিরিজে দেখা গেছে তাঁকে।
বড়পর্দায় তাঁর শেষ ছবি 'গোলন্দাজ'। অভিনয় করেছেন বাংলা ছবির তারকা দেবের বিপরীতে।
মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একাধিক ছবি। সেগুলির মধ্যে দেব ও প্রসেনজিতের সঙ্গে 'কাছের মানুষ', গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'কর্ণসুবর্ণের সন্ধানে', গার্গী রায় চৌধুরীর সঙ্গে 'মহানন্দা' বিশেষ উল্লেখযোগ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -