ISKABON: জোরকদমে চলছে সৌরভ-অনামিকা অভিনীত 'ইস্কাবন'-এর শুটিং! ক্য়ামেরার পিছনে গল্পটা ঠিক কেমন? দেখুন

ISKABON

1/8
জোরকদমে চলছে বাংলা ছবি 'ইস্কাবন'-এর শুটিং।
2/8
ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস ও অনামিকা চক্রবর্তী।
3/8
ছবির পরিচালক নবাগত মন্দীপ সাহা।
4/8
'ইস্কাবন'-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনতা খরাজ মুখোপাধ্য়ায়।
5/8
পাশাপাশি অন্য়ান্য় কয়েকটি চরিত্রে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্য়ায়, দুলাল লাহিড়ি, পুস্পিতা মুখোপাধ্য়ায়ের মত অভিনেতাদের।
6/8
কলকাতা ছাড়াও ছবির বেশ কিছু দৃশ্য়ের শুটিং হয়েছে ঝাড়গ্রাম ও বোলপুরে।
7/8
'ইস্কাবন'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনিন্দ্য় মুখোপাধ্য়ায়।
8/8
দর্শকের এই ছবি কতটা ভালোলাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
Sponsored Links by Taboola