Harnaaz Kaur Sandhu: ITBP-র আয়োজিত এক অনুষ্ঠানে মিস ইউনিভার্স হরনাজ সান্ধু
ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের এক অনুষ্ঠানে দেখা গেল মিস ইউনিভার্স হরনাজ সান্ধুকে। অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে নানা মুডে দেখা যায় তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকখনও তাঁকে দেখা যায় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের সঙ্গে।
আবার কখনও নাচের তালে কোমর দোলাতে দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, সম্প্রতি নেট মাধ্যমে হরনাজ সান্ধুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে 'তেরি মিট্টি পে' গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।
২১ বছর পর 'মিস ইউনিভার্স' হলেন ভারতের হরনাজ কৌর সান্ধু। ইজরায়েলের ইলায় আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী হন চণ্ডীগড়ের ২১ বছরের তরুণী। ১৯৯৪ সালে প্রথমবার মিস ইউনিভার্স হন সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে লারা দত্ত বিশ্বসুন্দরী খেতাব জেতেন। সুস্মিতা, লারার পর হরনাজ তৃতীয় ভারতীয় যিনি মিস ইউনিভার্স হন।
হরনাজ সান্ধু, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। এর আগে তিনি 'মিস ডিভা ২০২১'-এর খেতাবও জিতেছেন। তাছাড়া 'ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯'-এর তকমাও জিতেছেন। 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯'-এর সেরা ১২-এর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এছাড়া তিনি পঞ্জাবী ছবি 'ইয়ারা দিয়া পু বরা' ও 'বাই জি কাট্টুঙ্গে'-তেও কাজ করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -