Jacqueline Fernandez: ছবির শ্যুটিং, প্রচার, তার মধ্যেও আর্থিক তছরুপের মামলায় আদালতে হাজিরা জ্যাকলিনের
জ্যাকলিনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পর্যন্ত গঠন করেছে ইডি (ED)। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল সুকেশের সঙ্গে এই আর্থিক তছরুপে যুক্ত থাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, বুধবার, দিল্লির আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিনের।
গত বছর এই মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জ্যাকলিন
আজ সকালে দিল্লির আদালতে আসেন জ্যাকলিন। গত ২ বছর ধরে এই আর্থিক তছরুপের মামলায় বারে বারে আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিনকে।
আপাতত জেলে রয়েছেন সুকেশ। অন্যদিকে জ্যাকলিন জামিনে ছাড়া পেলেও, তাঁকে বিদেশযাত্রার জন্য অনুমতি চাইতে হয়েছে বার বার।
একাধিক বিধিনিষেধও রয়েছে তাঁর ওপর। যদিও সাপ্লিমেন্টরি চার্জশিটে জ্যাকলিনকে অভিযুক্ত বলে দাবি করা হয়নি।
এদিন আদালতে হাজিরা দেওয়ার সময় কালো মাস্কে নিজের মুখ ঢেকেছিলেন জ্যাকলিন। তিনি গাড়িতে আসার সময় একটি বাদামি শ্যুট পরেছিলেন।
পরে আদালত চত্বরে ঢোকার পরে তা খুলে কেবল সাদা শার্ট পরেই দেখা গেল তাঁকে। তবে সারাক্ষণ মুখ মাস্কে ঢেকে রেখেছিলেন তিনি।
অন্যদিকে, সুকেশের সঙ্গে জ্যাকলিনের যে যোগাযোগ ছিল একটা সময়, তা বোঝা যায় তাঁর চিঠি দেখেই। জেলে থাকাকালীন জ্যাকলিনকে একাধিকবার প্রেমপত্র পাঠিয়েছেন সুকেশ।
তবে সত্যিই কি ২০০ কোটি আর্থিক তছরুপের সঙ্গে জড়িয়েছিলেন জ্যাকলিন, সেই উত্তর দেবে তদন্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -