Janhvi Kapoor Saree Pics: গোলাপ ফুল প্রিন্টের শাড়িতে নেট দুনিয়া কাঁপাচ্ছেন জাহ্নবী কপূর
শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। প্রায়শই নানা ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রীকে শেয়ার করতে দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্যই তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গোলাপ ফুল প্রিন্টের শাড়িতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যা পোস্ট করার মাত্র কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কপূরের অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। ইতিমধ্যেই প্রায় সাড়ে চোদ্দ মিলিয়ন মানুষ অভিনেত্রীকে ফলো করেন ইনস্টাগ্রামে।
তাই ছবি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যেই তাতে প্রায় আড়াই লক্ষ লাইক এবং বহু কমেন্ট পড়ে গিয়েছে। কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে বলিউডের অন্যান্য তারকারাও।
সম্প্রতি জিমের পোশাক নিয়ে নেট দুনিয়ায় ট্রোল হতে হয় জাহ্নবী কপূরকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে প্রায়শই জিমের পোশাকে তাঁকে ছবি দিতে দেখা যায়।
জিমের পোশাক নিয়ে ট্রোল করা নেটিজেনদের ইতিমধ্যেই কড়া জবাবও দিয়েছেন অভিনেত্রী।
ট্রোলারদের জাহ্নবী কপূর বলেন, 'অনেকেই বলেন, তাঁরা আমার সমস্ত জিমের পোশাক দেখেছেন। যাঁদের আমার জিমের পোশাক নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের বলি, আমি শুধুই জিম করি না। আরও অনেক কিছু করি।'
তিনি আরও বলেন, 'আমার জিমের পোশাক নিয়ে যাঁদের সমস্যা রয়েছে, তাঁদের বক্তব্য তাঁদের মতো। শুধু বলব, ওটাই আমার একমাত্র কাজ নয়। আমার কাজের একটা অংশ মাত্র।'
কেরিয়ার চুটিয়ে উপভোগ করছেন জাহ্নবী কপূর। সম্প্রতি বাবার সঙ্গে প্রথম ছবির কাজ শেষ করেছেন। বাবার সঙ্গে প্রথম ছবি 'মিলি'-র শ্যুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তাও দেন।
এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি', 'দোস্তানা টু', 'গুড লাক জেরির'-র মতো ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -