Janhvi Kapoor Fake Account: ভুয়ো অ্যাকাউন্টেই 'ব্লু টিক'! ট্যুইটার ব্যবহারই করেন না জাহ্নবী কপূর, কী জানালেন নায়িকার মুখপাত্র?

Janhvi Kapoor: সাইবার প্রতারণার শিকার অভিনেত্রী জাহ্নবী কপূর! তাঁর নামে একগুচ্ছ ভুয়ো হ্যান্ডল এক্স প্ল্যাটফর্মে (পূর্ববর্তী ট্যুইটার)। কী বললেন তাঁর মুখপাত্র?

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার দাপট যে অনেকখানি তা বলাই বাহুল্য। আর এই আবহে একাধিক সেলিব্রিটির ভুয়ো হ্যান্ডল থাকাটাও অস্বাভাবিক নয়। সাধারণ মানুষ অনেক সময়েই খেয়াল না করে, সেই সমস্ত অ্যাকাউন্টতে ফলো করেন যেগুলো হয়তো আদৌ তাঁর প্রিয় তারকার নিজস্ব নয়। সম্প্রতি এমনই ঘটনার শিকার জাহ্নবী কপূর।
2/10
ভুয়ো অ্যাকাউন্টের নিশানায় 'ধড়ক' অভিনেত্রী জাহ্নবী কপূর। ট্যুইটার বা অধুনা এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি তাঁর নামে তৈরি হয়েছে একগুচ্ছ ভুয়ো হ্যান্ডল।
3/10
সেগুলো থেকে নাকি করা হচ্ছে একাধিক অশালীন পোস্ট। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ছেন তিনি। তবে সম্প্রতি অভিনেত্রীর মুখপাত্র খোলসা করেছেন, 'এক্স' প্ল্যাটফর্মে জাহ্নবীর নামে তৈরি এই ধরনের কোনও অ্যাকাউন্ট ফলো করা থেকে অনুরাগীরা যেন বিরত থাকেন।
4/10
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' অভিনেত্রীর নামে এক্সে তৈরি হয়েছে একাধিক হ্যান্ডল। এমনকী জাহ্নবীর নামে তৈরি এই সমস্ত ফেক অ্যাকাউন্টগুলির কয়েকটি আবার 'ভেরিফায়েড'ও। অর্থাৎ রয়েছে সেই ব্যাজ যা দেখে সাধারণ মানুষ আসল ও নকলের পার্থক্য করেন।
5/10
এই ভেরিফিকেশন ব্যাজ থাকার কারণে একাধিক অনুরাগী ভুল পথে চালিত হচ্ছেন। সেই সমস্ত হ্যান্ডল অভিনেত্রীর নিজের ভেবে নিশ্চিন্তে সেগুলি ফলো করেছেন একাধিক ফ্যান। এবার তাঁদের সতর্ক করা হল অভিনেত্রীর টিমের তরফে।
6/10
সোমবার, জাহ্নবীর মুখপাত্র এই বিষয়টিকে উদ্দেশ্য করে একটি বিবৃতি প্রকাশ করেছেন এবং সমস্ত জটিলতায়, সমস্ত গুজবে ইতি টেনেছেন। কী বলা হয়েছে বিবৃতিতে?
7/10
বিবৃতিতে পরিষ্কার জানানো হয়েছে, 'ডিজিট্যাল দুনিয়ায়, যে কোনও কারও নামে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলা অত্যন্ত সহজ। তবে এটা পরিষ্কার জানানো হচ্ছে যে জাহ্নবী কপূরের ট্যুইটারে কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।'
8/10
বিবৃতিতে আরও লেখা হয়, 'দয়া করে এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টে প্রকাশিত যে কোনও তথ্য ব্যবহার থেকে বিরত থাকুন। বোঝার জন্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ আপনাদের।'
9/10
অর্থাৎ, জাহ্নবীর নামে যে শুধু 'ভেরিফায়েড' ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট রয়েছে তাই নয়, উপরন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর নিজস্ব কোনও হ্যান্ডলই নেই। অথচ তাঁর নামে অ্যাকাউন্ট তৈরি, সেগুলি ভেরিফাই করানো ও সেখান থেকে দিনের পর দিন পোস্ট শেয়ার করা, সবই হচ্ছে নির্দ্বিধায়।
10/10
সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অভিনেত্রী একমাত্র ইনস্টাগ্রাম ব্যবহার করেন। যেখানে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৪.৭ মিলিয়ন। সেখানেই তিনি ব্যক্তিগত জীবন থেকে কাজ, সমস্ত আপডেট শেয়ার করেন।
Sponsored Links by Taboola