Janhvi Kapoor: ব্রেক আপের পরে নিজেই কান্নাকাটি করে ফিরতে চাইতেন প্রেমিকের কাছে, কেন এমনটা করতেন জাহ্নবী?
Janhvi Kapoor Love Relation: সম্প্রতি জাহ্নবী একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি কিশোরী বয়সে প্রেম করার সময় অনেক অবান্তর কাজ করে ফেলেছেন। বয়স কম থাকার কারণেই এই ধরণের কাজ করতেন তিনি।
জাহ্নবীর মনের কথা
1/10
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চিরকালই খোলামেলা তিনি। নিজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে তিনি পিছপা হন না কখনোই। তিনি বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)।
2/10
সম্প্রতি জাহ্নবী একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি কিশোরী বয়সে প্রেম করার সময় অনেক অবান্তর কাজ করে ফেলেছেন। বয়স কম থাকার কারণেই এই ধরণের কাজ করতেন তিনি।
3/10
নিজের প্রেমজীবন নিয়ে অকপটে জাহ্নবী বলেন, শিখরের জন্যই তিনি নাকি বুঝেছেন প্রেমের ব্যথা পাওয়া কাকে বলে। শিখরের জন্যই বুঝেছেন প্রেমের অনুভূতি।
4/10
২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন জাহ্নবী। শোনা গিয়েছিল সেই সময়ে নাকি তিনি সম্পর্কে জড়িয়ে পরেছিলেন ঈশান খট্টরের সঙ্গে।
5/10
সিনেমা শেষ হতেই নাকি পুরানো প্রেমিকের কাছেই ফেরেন জাহ্নবী। তবে সেই সময়ে জাহ্নবী জানিয়েছিলেন,শিখরই নাকি তাঁর সঙ্গে প্রেম ভেঙেছিলেন। শিখরের কারণেই নাকি তিনি কষ্ট পেয়েছেন একাধিকবার।
6/10
জাহ্নবীর কথায়, 'আমি এর আগে নিজেই আমার প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙতাম, আর ২-৩দিন যেতে না যেতেই কান্নাকাটি করে তার কাছেই ফিরতে চাইতাম।'
7/10
কিন্তু শিখরের ক্ষেত্রে বদলে যায় সবটা, কৈশোরকালীন চপলতা কাটিয়ে, জাহ্নবী শিখরের প্রেমেই পড়েন। শিখরও ভালবাসতেন জাহ্নবীকে।
8/10
জাহ্নবীর কথায়, 'যার জন্য কষ্ট পেয়েছিলাম একসময়ে, সেই পরে আমার মনকে শান্ত করে। শুরু হয় আমার আর শিখরের প্রেমের নতুন অধ্যায়।'
9/10
শোনা যায়, শ্রীদেবী প্রয়াত হওয়ার কঠিন সময়ে জাহ্নবীর নাকি পাশে পেয়েছিলেন শিখর পাহাড়িয়াকে। সেই সময় থেকেই জোড়া লাগে তাঁদের সম্পর্ক।
10/10
অনন্ত অম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে একই ফ্রেমে ধরা দিয়েছিলেন জাহ্নবীর কপূর ও শিখর পাহাড়িয়া।
Published at : 24 Jul 2024 02:02 PM (IST)