Janhvi Kapoor: ক্রিকেটের লাল বলের আদলে তৈরি হল জাহ্নবীর পোশাক, রয়েছে কী কী বিশেষত্ব?
৩১ মে মুক্তি পাবে নতুন ছবি। আর তার আগে, নতুন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র (Mr. and Mrs. Mahi) প্রচারে ব্যস্ত জাহ্নবী কপূর (Janhavi Kapoor) ও রাজকুমার রাও (Rajkumar Rao)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য প্রচারে নজর কাড়লেন জাহ্নবী, একটি লাল পাশ্চাত্য পোশাক পরেছিলেন তিনি। তবে এমন কিছু ছিল তাঁর পোশাকে, যার উঠে এসেছে চর্চায়।
জাহ্নবী যে লাল পোশাক পরেছিলেন, তা চামড়া দিয়ে তৈরি। যেহেতু তাঁদের নতুন ছবি ক্রিকেট নিয়ে, তাই লাল বলের অনুকরণে পোশাক তৈরি করিয়েছেন জাহ্নবী।
শুধু তাই নয়, লাল বলে সুতোর যে স্টিচ বা সেলাই থাকে, অবিকল সেইরকম সেলাই ছিল জাহ্নবীর পোশাকেও। খোলা চুলে, লাল পোশাকে জাহ্নবীকে মানিয়েছিল ও দারুণ।
জাহ্নবীর পোশাকের আরও একটা বিশেষত্ব হল, তাঁর ব্যাকলেস পোশাকে ক্রিকেট বলের মতোই কাজ করা।
এদিন বেজ রঙের ব্লেজার পরেছিলেন রাজকুমার রাও, সঙ্গে বাদামি ও হলুদ কাজের টি-শার্ট। চোখে ছিল রোদচশমা।
ধর্ম প্রযোজনা সংস্থার প্রযোজনায় এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ৩১ মে। হাতে আর ১ মাসও বাকি নেই ছবির প্রচারের।
এই ছবির সৌজন্য দ্বিতীয়বার রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধলেন জাহ্নবী। তাঁদের রসায়ন দেখার অপেক্ষায় সবাই।
এর আগে, ছবির প্রচারে, ছবির নাম দেওয়া টি-শার্ট পরে আইপিএল দেখতে হাজির হয়েছিলেন জাহ্নবী। তবে এদিন জাহ্নবীর সঙ্গে ছিলেন রা রাজকুমার রাও।
ছবির পাশাপাশি, এখন চর্চায় জাহ্নবীর এই লাল লেদারের পোশাক ও তাতে বলের মতো স্টিচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -