Janmashtami 2022: শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে তালিকায় রাখতে পারেন বলিউডের এই বিখ্যাত 'জন্মাষ্টমী' স্পেশাল গানগুলি
হিন্দু ধর্মবিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী। সারা ভারতজুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে পালিত হচ্ছে জন্মাষ্টমী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বিশেষ দিনে শ্রীকৃষ্ণে উপাসনার সঙ্গে গানে-আড্ডায় মেতে ওঠেন পরিবারের লোকজন। বলিউডেও এই বিশেষ তিথি উপলক্ষ্যে নেহাত কম গান তৈরি হয়নি।
'গো গো গোবিন্দা': অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত 'ওএমজি: ওহ মাই গড' ছবির বিখ্যাত গান।
এই গানে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহা ও প্রভু দেবাকে। শ্রেয়া ঘোষাল ও অমন ত্রিখার কণ্ঠে গানে দেখানো হয়েছিল বিখ্যাত 'মটকি ফোড়'-এর পর্ব।
'ও কিসনা হ্যায়': বিবেক ওবেরয় অভিনীত 'কিসনা' ছবির শ্রুতিমধুর গান এটি। জন্মাষ্টমীতে আপনার প্লেলিস্টে রাখতেই পারেন এটি।
সুখবিন্দর সিংহের কণ্ঠে এই গান মুক্তি পায় ২০০৫ সালে। শ্রোতাদের থেকে বেশ প্রশংসা পায় এটি।
'রাধা ক্যায়সে না জ্বলে': আশা ভোঁসলে ও উদিত নারায়ণের কণ্ঠে এই গান জন্মাষ্টমী স্পেশাল প্লেলিস্টে রাখা উচিত।
'লগান' ছবির বিখ্যাত এই গানে রাধা ও কৃষ্ণের খুনসুটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন আমির খান ও গ্রেসি সিংহ।
'মইয়া যশোদা': অনুরাধা পোড়ওয়াল ও অলকা যাজ্ঞিকের কণ্ঠে মা যশোদার কথা বলে এই গান।
'হম সাথ সাথ হ্যায়' ছবির এই গান উৎসর্গ করা হয়েছিল ভগবান কৃষ্ণের মা যশোদাকে।
'রাধে রাধে': জন্মাষ্টমীর দিন কৃষ্ণ স্পেশাল গানে খানিক নাচও তো মাস্ট। সেই কারণে আয়ুষ্মান খুরানা ও নুসরত ভারুচার 'ড্রিম গার্ল' ছবির এই গান।
মিত ব্রাদার্স ও অমিত গুপ্তার কণ্ঠে এই গান রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনি শোনায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -