Photography Tips: মোবাইল ফ্রেমবন্দি স্মৃতি, ছবি তোলার সময় নজরে রাখবেন কী?
আজ, ১৯ অগাস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। স্মৃতিকে ফ্রেমবন্দি করতে চাওয়ার ইচ্ছে থেকেই উদ্ভাবন হয় ক্যামেরার। এক সময়ে বিশাল আকারের জটিল যন্ত্র থেকে আধুনিক কালের ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ফোনের ক্যামেরা। যত দিন যাচ্ছে তত উন্নতি করছে ক্যামেরার মান। ছবি: Pexels
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও অনেক জায়গাতেই আধুনিক কিছু স্মার্টফোনের ক্যামেরায় করা হয় ভিডিও শুট। ফটোগ্রাফিতে উৎসাহীরা অনেকসময়েই ডিজিটাল ক্যামেরার বদলে ব্যবহার করেন ফোনের ক্যামেরা। সেই হিসেবে ছবি তোলা বিচার করলে, সিংহভাগ ছবিই এখন তোলা হয় স্মার্টফোনের ক্যামেরায়। ছবি: Pexels
স্মার্টফোনই যেহেতু এখন আধুনিক ক্যামেরা। ফলে সেটা ঠিকমতো ব্যবহার করতেও দক্ষতার প্রয়োজন হয়। স্মার্টফোনে আরও একটু ভালকরে পছন্দের ছবি তুলতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ছবি: Pexels
আগে ভাল করে চিনতে হবে নিজের স্মার্টফোনের ক্যামেরা। অটোমোডে ছবি তোলা সহজ। কিন্তু ঠিকমতো ক্যামেরা চিনতে গেলে ম্যানুয়াল মোডে সরগর হতে হবে। যদি ফোনের ক্যামেরায় ম্যানুয়াল মোড থাকে, তাহলে সেটা ঘেঁটে দেখুন। আলাদা আলাদা সেটিংস ব্যবহার করে ছবি তুলে দেখুন। অভিজ্ঞতা বাড়বে। ছবি: Pexels
ক্যামেরা শক্ত করে ধরতে হবে। হাঁত কাপলে ছবি ভাল আসে না। ভিডিও শুট করার ক্ষেত্রে স্টেডি শট প্রয়োজন। প্রয়োজনে ট্রিপড ব্য়বহার করতে পারেন। ছবি: Pexels
এক একটি ফোনের ক্যামেরার ক্ষেত্রে রেসপন্স টাইম আলাদা আলাদা থাকে। এটির অর্থ হল, ফোনের বাটনে চাপ দেওয়ার পর থেকে ছবিটি পুরোপুরি ওঠার সময়ের ফারাক। ছবির শাটার চাপার কতক্ষণ করে ছবিটি উঠছে সেই সময় সম্পর্কে ধারণা থাকলে দ্রুত ছবি তুলতে গেলেও ছবি নষ্ট হবে না। ছবি: Pexels
অনেক স্মার্টফোনে বিভিন্ন বিষয়বস্তুর ছবি তোলার জন্য আলাদা আলাদা মোড থাকে। ইনডোর-আউটডোরের জন্য আলাদা, খাবারের ছবি তোলার জন্য আলাদা, পোট্রেট ছবি তোলার জন্য আলাদা। সেভাবেই আলাদা আলাদা মোড বেছে নিতে পারেন বিষয়বস্তুর উপর নির্ভর করে। ছবি: Pexels
কীসের ছবি তুলছেন তার উপর ভিত্তি করে মোবাইল ফোন ধরতে হবে। লম্বাটে ছবি তুললে, পোট্রেট জাতীয় ছবি তুললে ভার্টিকাল ফ্রেম বা লম্বালম্বি ভাবে ফোন ধরুন। ছবির বিষয়বস্তুর উপর নির্ভর করে এটি বাছুন। তবে ভিডিও তোলার জন্য সাধারণত হরাইজন্টাল ফ্রেম বা চওড়া করে ফোন ধরলে ভাল হয়। ছবি: Pexels
আলোর উপর নির্ভর করে ছবির মান। বাইরে প্রকৃতির আলোর মধ্যে ছবি তুললে তা আরও ভাল মানের হয়ে থাকে। প্রাকৃতিক আলোর মধ্যে ছবি তুললে ছবির ঔজ্জ্বল্য ও রঙের গভীরতাও অনেক ভাল হয়। ছবি: Pexels
মোবাইলে ছবি তোলার আগে ফোনের স্টোরেজের দিকে খেয়াল রাখুন। ইনবিল্ট স্টোরেজ যদি কম হয়। সেক্ষেত্রে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। স্টোরেজ না থাকলে সুযোগ থাকলেও মিস হয়ে যাবে ভাল শট। ছবি: Pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -