Jasmine Bhasin: লেন্স পরে জসমিন ভাসিনের 'কর্নিয়াল ড্যামেজ' হয়েছে! কী কী উপসর্গ? সাবধান হবেন কীভাবে?
ইভেন্টে গিয়ে কন্ট্যাক্ট লেন্স পরে বিপত্তি। কর্নিয়া ক্ষতিগ্রস্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জসমিন ভাসিনের। চলছে চিকিৎসা। অসুস্থতার ব্যাপারে বলতে গিয়ে অভিনেত্রী জানান 'প্রচণ্ড যন্ত্রণা' ও চোখে দেখতে পাচ্ছেন না। যা সারতে প্রায় ৪ থেকে ৫ দিন লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী এই 'কর্নিয়াল ড্যামেজ' বা কর্নিয়ায় ক্ষত? কীভাবে নিষ্পত্তি? সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে ডাক্তার ভাব্য রেড্ডি বারবার স্বাস্থ্যবিধি বজায় রাখার ওপর জোর দিয়েছেন। সঠিকভাবে লেন্স ব্যবহার করা এবং দূষণ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
চিকিৎসকের কথায়, 'কিছু জিনিস মাথায় রাখতেই হবে যেমন লেন্স পরার আগে হাত ধোয়া, টাটকা ক্লিনিং সলিউশন ব্যবহার করা, এবং কোনও কন্ট্যাক্ট চোখে অস্বস্তি সৃষ্টি করলে তা তৎক্ষণাৎ ফেলে দিতে হবে।'
'লেন্স পরার পরে যদি চোখে লাল ভাব হয়, জ্বালা করে, বা যন্ত্রণা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা খুলে ফেলে তাড়াতাড়ি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন। সবসময় সঙ্গে বাড়তি একজোড়া চশমা রাখুন।'
'কর্নিয়াল ড্যামেজ'-এর সাধারণ কিছু উপসর্গ রয়েছে। যার মধ্যে তীক্ষ্ণ, ধাক্কা দেওয়ার মতো প্রচণ্ড যন্ত্রণা যা বারবার চোখ মিটমটি করার ফলে বা আলোয় বাড়তে পারে। চোখ লাল হওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া বা অন্ধকার হয়ে যাওয়া, আলোয় অসহ্য লাগা, চোখ থেকে বেশি জল পড়া বা একেবারে শুকিয়ে যাওয়া এবং চোখ থেকে মিউকাসের মতো জিনিস বের হওয়া।
'আলোর চারপাশে 'halo'র মতো জিনিস চোখে পড়তে পারে। আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনওটি অনুভব করেন তবে অবিলম্বে একজন চোখের চিকিৎসকের থেকে পরামর্শ নিন', চিকিৎসক নীরজ শাহ বলেন।
কন্ট্যাক্ট লেন্স কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি মেনে চলায় জোর দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞরা। যেমন সঠিক মাপের লেন্স কেন, হাত ধুয়ে ব্যবহার করা। এছাড়া কতদিন সেই লেন্স ব্যবহার করা যাবে, তা দেখে, মেনে পরা উচিত। এছাড়া নিয়মিত চোখের চেকআপ করানোও প্রয়োজন।
অন্যদিকে, সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকার ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্বেগ খানিক নিরসন করেন অভিনেতা আলি গনি। অভিনেত্রী জসমিন ভাসিনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেই জানেন। মনের মানুষের এই কঠিন সময়ে ২৪ ঘণ্টা তাঁর পাশে রয়েছেন আলি।
এদিন যে ছবি পোস্ট করেন অভিনেতা সেখানে দেখা যাচ্ছে, জসমিনের চোখের পরীক্ষা হচ্ছে। চোখের পরীক্ষার মেশিনে মুখ রেখেছেন অভিনেত্রী। যদিও সঙ্গে কিছু লেখেননি। কিন্তু এই ছবি দেখে খানিক স্বস্তিতে তাঁর অনুরাগীরা।
এই ছবি পোস্ট করার বেশ কয়েক ঘণ্টা পর আরও একটি ছবি পোস্ট করেন আলি। সঙ্গে অনুরাগীদের উদ্দেশে লেখেন সতর্কবার্তা। তিনি লেখেন, 'বন্ধুরা দয়া করে ব্যবহারের আগে নিজেদের লেন্স ভাল করে দেখে নিন, এবং যদি সম্ভব হয় এগুলো এড়ানোর চেষ্টা করুন। Lasik করিয়ে নিন... নিজের চোখের যত্ন নিন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -