Javed Ali Birthday: 'গুজারিশ' থেকে 'হেঁটেছি স্বপ্নের হাত ধরে', একনজরে জাভেদ আলির সেরা গানের তালিকা
আজ জন্মদিন জনপ্রিয় গায়ক জাভেদ আলির। হিন্দি এবং বাংলায় বহু গান গেয়েছেন তিনি। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সেরা গানের তালিকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবা উস্তাদ হামিদ হুসেনের সঙ্গে খুব ছোট বয়স থেকেই গান গাওয়া শুরু করেন জাভেদ আলি। কিংবদন্তি গজল গায়ক গুলাম আলিকে নিজের গুরু হিসেবে মনে করতেন। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে নিজের পদবি হুসেন বদলে আলি রাখেন জাভেদ।
২০০০ সাল নাগাদ থেকে বলিউডে ছবিতে গান গাইতে শুরু করেন জাভেদ আলি। তবে, তিনি নজরে আসেন 'নকাব' ছবির 'এক দিন তেরি রাহো মে' গান দিয়ে।
যদিও ততদিনে বেশ কিছু বলিউড ছবিতে গান গেয়ে ফেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 'বান্টি অউর বাবলি' ছবির 'কজরা রে' কিংবা 'যব উই মেট' ছবির 'নাগাড়া নাগাড়া নাগাড়া বাজা'।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি জাভেদ আলিকে। দর্শকের মন জিতে নেন 'গজনি' ছবির 'গুজারিশ' গানটি দিয়ে।
'তুম মিলে' ছবির বেশ কয়েকটি গান গেয়েছেন জাভেদ আলি। 'তু হি হকিকত' কিংবা 'তুম মিলে (স্যাড ভার্সন)' গেয়েছেন তিনি।
পরবর্তীকালে 'যব তক হ্যায় জান' ছবিতে গান গেয়েছেন। পাশাপাশি 'গুন্ডে' কিংবা 'ইশকজাদে' ছবিতেও গান গান।
বাংলা ছবিতেও গান গেয়েছেন জাভেদ আলি। বেশ কিছু হিট বাংলা ছবির জনপ্রিয় গানের গলা তাঁরই।
'সেদিন দেখা হয়েছিল' ছবির 'হেঁটেছি স্বপ্নের হাত ধরে' গানটি মারাত্মক জনপ্রিয় হয়। ছবিতে পর্দায় দেখা যায় দেব এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
এছাড়াও 'শত্রু', 'কাগজের নৌকা', 'গেম', 'রাবণ' ও আরও অনেক বাংলা ছবিতে গান গেয়েছেন। জাভেদ আলিকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -