Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rain Alert For Delhi: মঙ্গল-বুধ ফের বৃষ্টি রাজধানীতে, পূর্বাভাস আইএমডি-র
একই ছবি মঙ্গল-বুধেও দেখা যেতে পারে দিল্লিতে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার জারি হলুদ সতর্কতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবারের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর যার অর্থ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা কিনা বছরের এই সময়ের নিরিখে স্বাভাবিক।
সোমবার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের আশপাশেই।
তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৬৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। ফলে প্যাচপ্যাচে আবহাওয়ায় হাঁসফাঁস করেছে রাজধানী।
মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
রবিবার দিল্লির একাংশে হালকা বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
এবার মঙ্গল-বুধবার কী হয় সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -