Jaya Bachchan: সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয় শুরু, পরবর্তীকালে বলিউডের ‘ফার্স্ট লেডি’ জয়া বচ্চন
অভিনয় জগতেই শুধু নয়, রাজনীতির জগতেও অন্যতম ব্যক্তিত্বময়ী মহিলা জয়া বচ্চন। তিনি সমাজবাদী পার্টি সাংসদ। নানা রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তিনি মতামত প্রকাশ করে থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজনৈতিক দলের নেত্রী, বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক-শ্বেতার মা, সব ভূমিকাতেই সফল জয়া।
১৯৪৮ সালের ৯ এপ্রিল জন্ম হয় জয়ার। তাঁর বাবা তরুণ কুমার ভাদুড়ী এবং মা ইন্দিরা দেবী। জয়ার বাবা ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক। পরিবারের সাংস্কৃতিক আবহ জয়ার উপর প্রভাব ফেলে।
ভোপালের সেন্ট জোশেফ স্কুলে পড়াশোনা করার পর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হন জয়া। এরপরেই তাঁর অভিনয় জগতে প্রবেশ।
১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘মহানগর’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জয়ার। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর আরও কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করার পর বলিউডে সুযোগ পান জয়া।
বলিউডে জয়ার প্রথম ছবি ‘গুড্ডি’। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র।
অমিতাভের সঙ্গে জয়ার প্রথম ছবি ‘বংশী বিরজু’। এই ছবিটি মুক্তি পায় ১৯৭২ সালে।
১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে হয় জয়ার। তাঁদের দুই সন্তান অভিষেক ও শ্বেতা।
জয়ার উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল ‘জওয়ানি দিওয়ানি’, ‘অনামিকা’, ‘উপহার’, ‘পিয়া কা ঘর’, ‘পরিচয়’, ‘কোশিস’, ‘বাবর্চি’, ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’।
গত বছর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে এসেছিলেন জয়া। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -