Jeet Birthday: জিৎ-এর ৪৩ তম জন্মদিন, শুভেচ্ছা জানালেন ঋতাভরী, মিমি, নুসরত
১৯৭৮ সালের ৩০ নভেম্বর। আজ টলিউডের অন্যতম জয়প্রিয় অভিনেতা জিৎ-এর ৪৩ তম জন্মদিন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল থেকে শুভেচ্ছার ঢল। ফ্যান থেকে সহকর্মী সকলেই একে একে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করেছেন ঋতাভরী
জিৎ-এর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋতাভরী।
পোস্টে তিনি লিখেছেন, শুভ জন্মদিন। সু-পুরুষ কেমন হওয়া উচিৎ তার উদাহরণ জিৎ।
ঋতাভরী আরও লিখেছে, 'আমার জীবনে আমি যা পেয়েছে, তারমধ্যে তোমার বন্ধুত্ব অন্যতম।
ঋতাভরী লিখেছেন আরও ক্ষমতাবান হোক সেই মানুষটি, যাঁর হৃদয় সূর্যের থেকেও বড়।
জিৎ-এর সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী নুসরত জাহানও
সিনেমার একটি দৃশ্যের ভিডিও পোস্ট করে জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমিও।
উল্লেখ্য, প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে টলিউডের তারকা জুটি জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'বাজি'।
ছবি প্রসঙ্গে জিৎ জানিয়েছেন, 'এই ছবির শ্যুটিং র্যাপ আপ করে অতিমারীর মধ্যেও সময়মতো ছবিটিকে নির্দিষ্ট সময়ে মুক্তি করাতে পেরে আমরা সকলেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। এই ছবিটার জন্য আমরা প্রচন্ড পরিশ্রম করেছি। আমি নিশ্চিত ওটিটি-তে মুক্তি পেলেও এই ছবি দর্শকদের আরও ভালবাসা পাবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -